ইস্যু কেরালা স্টোরি, তৃণমূলের অন্দরেই শুরু বচসা, সায়নীর জন্মবৃত্তান্ত চেয়ে বসলেন শুভাপ্রসন্ন!

বাংলাহান্ট ডেস্ক: একটা ছবির জেরে লন্ডভন্ড অবস্থা রাজ্যের শাসক শিবিরে। ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) রাজ্যে নিষিদ্ধ করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিপক্ষে চলে গিয়েছেন তাঁরই কিছু সৈনিক। পরোক্ষে নিষিদ্ধ হওয়া ছবিরই পক্ষ নিয়েছেন পরিচালক বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি একা নন, সরাসরি মুখ্যমন্ত্রীর বিরোধিতা করেছেন তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত শিল্পী শুভাপ্রসন্ন (Shuvaprasanna)।

গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে শাসক-শিল্পী তরজা। প্রত্যক্ষ ভাবেই শুভাপ্রসন্ন দাবি করেছেন, ছবিটি না দেখেই নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়া মোটেই উচিত হয়নি। বুধবার এ নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের সঙ্গে একপ্রস্থ বিবাদে জড়ান শুভাপ্রসন্ন। প্রথমে ফোনে ধমক দিলেও পরে শিল্পীর মান ভাঙাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন কুণাল। তবুও চিঁড়ে ভেজেনি। এবার কুণালকে ছেড়ে যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েছেন শুভাপ্রসন্ন।

freepressjournal import 2017 04 Artist Shuvaprasanna

প্রথম কটাক্ষটা অবশ্য সায়নীই করেছিলেন। তৃণমূলের নবজোয়ার নিয়ে একটি সাংবাদিক বৈঠকে অভিনেত্রী বলেন, অনেকের প্রত্যাশা না মিটলে অনেক সময়ে বিরূপ মন্তব্য করেন। শুভাপ্রসন্নর ক্ষেত্রেও হয়তো তেমনটাই ঘটেছে। শিল্পী এমনটাও বলেছিলেন, মানুষ পরিবর্তন চেয়েছিল ঠিকই। তবে মমতাকেই চেয়েছিল এমনটা নয়। সে সময়ে কোনো বিকল্প না থাকায় মমতাকে আনা হয়েছিল। তবে এখন যদি তিনি শোষক হয়ে ওঠেন তাহলে তাঁকে বদলে ফেলতেও সময় লাগবে না।

শুভাপ্রসন্নর এহেন মন্তব্যের উত্তরে সায়নী পালটা প্রশ্ন ছোড়েন, ১২ বছর আগে তো কিছু বলেননি তিনি? এখন হঠাৎ এসব কথা উঠছে কেন? এর উত্তরে সরাসরি সায়নীর জন্মবৃত্তান্ত চেয়ে বসেন শিল্পী। ওঁর জন্ম কবে হয়েছে? তাঁদের লড়াইয়ের কী জানেন সায়নী? প্রশ্ন শুভাপ্রসন্নর।

saayoni

সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেন, সিপিএমের বিরুদ্ধে যখন তাঁরা লড়াই করছিলেন, তখন সায়নী কোথায় ছিলেন? ওঁর জন্ম কবে হয়েছে? তৃণমূলের উত্থানের সময় সায়নী কোথায়? পরক্ষণেই শুভাপ্রসন্নর বক্তব্য, সায়নী এক সময়ে তৃণমূল বিরোধিতা করেছেন। পরে দলের সুখের সময়ে এসেছেন। এদের ব্যাপারে কিছু বলতে তাঁর রুচিতে বাঁধে। তাঁর শুধু একটাই প্রশ্ন, জন্ম কবে? যদিও সায়নীর দিক থেকে এখনো উত্তর আসেনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর