বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গরাজনীতিতে প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অবস্থান এখনও নির্দিষ্ট নয়। তৃণমূল ছেড়ে সম্পূর্ণরূপে চলে না গেলেও, প্রায় সমস্ত পদই ছেড়ে দিয়েছেন তিনি। এখন শুধুমাত্র পড়ে রয়েছে নন্দীগ্রামের বিধায়কের পদ। পূর্বেই ছেড়ে দিয়েছেন জেড ক্যাটাগরির নিরাপত্তা, গাড়ি সেইসঙ্গে মন্ত্রীত্বও। তবে বর্তমানে এবার নিরাপত্তাহীনতায় ভুগছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে!
শুধুমাত্র নিরাপত্তাহীনতাই নয়, শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত হচ্ছে বলে জানালেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা (Kanishka panda)। মঙ্গলবার কাঁথিতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত করা হচ্ছে বলে, আমাদের কাছে খবর আছে। যতদ্রুত সম্ভব তাঁর নিরাপত্তার প্রয়োজন’।
নিরাপত্তার আবেদন জানানো হবে রাজ্যপালের কাছে
দাদার অনুগামী তৃণমূল সম্পাদক কনিষ্ক পণ্ডা আরও জানান, ‘শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দাবিতে আমরা শুভেন্দু অনুগামীদের একাংশ রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যাব। মঙ্গলবার কোর কমিটির এক বৈঠক করে রাজ্যপালের কাছে যাওয়ার সময় নির্ধারণ করা হবে। সরাসরি শুভেন্দু অধিকারীর নিরাপত্তার জন্য রাজ্যপালের কাছে আবেদন জানানো হবে’।
দাদার অনুগামীদের পোস্টার বাংলার সর্বত্রই
একুশের নির্বাচনের পূর্বে সমস্ত রাজনৈতিক দলই নির্বাচনের কাজ চালাচ্ছে জোরকদমে। চলছে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ বৈঠকের কাজ। পূর্বেই তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় দলীয় সমাবেশে যোগ দিতেন না প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি নিজের মতন করে রাজনৈতিক রং বিহীন, এমনকি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর নাম না নিয়েই করতেন বিভিন্ন সভা সমাবেশ। তাঁর পোস্টারে লেখা থাকত ‘আমরা দাদার অনুগামী’। কলকাতার রাস্তা থেকে শুরু করে বারাসাত, মধ্যমগ্রামেও বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে দাদার অনুগামীদের পোস্টার।