সোমে শুভেন্দু, মঙ্গলে সুকান্ত! সন্দেশখালি নিয়ে এবার যা ঘটাতে চলেছে বঙ্গ BJP, শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি (Sandeshkhali) ইস্যুতে ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ। লোকসভা ভোটের আগে এই ঘটনাকে হাতিয়ার করে বর্তমানে ময়দানে বঙ্গ বিজেপি। আগেই সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে দুপুরেই মিছিল করে সোজা রাজভবন চলে যান বিজেপি বিধায়কেরা। রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে সরব হয় গেরুয়া শিবির। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বেঁধে দিয়েছিলেন ডেডলাইনও। আর এবার সুকান্তর ডাকে শুরু আরেক অভিযান।

দলীয় নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে এবার পথে নামছে বিজেপি। বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের নেতৃত্বে বসিরহাট পুলিশ সুপারের অফিস ঘেরাও করতে চলেছে পদ্ম শিবির। আগামী মঙ্গলবার ঘেরাও অভিযানে নামছে বঙ্গ বিজেপি। সোমবার দলীয় বিধায়কদের নিয়ে সন্দেশখালি যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরই মাঝে এবার বসিরহাট এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির।

সন্দেশখালির উত্তপ্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একদিন আগেই শাহকে চিঠি লেখেন সুকান্ত। প্রসঙ্গত, তৃণমূল নেতাদের বিরুদ্ধে লাগাতার অত্যাচারের অভিযোগ তুলে বুধবার রাস্তায় নেমেছে সন্দেশখালির মানুষেরা। শনিবার নতুন করে ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামের মহিলারা। শাহজাহান শেখ এবং তার দুই ঘনিষ্ঠ নেতা শিবু হাজরা আর উত্তমের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগে জ্বলে ওঠে গোটা এলাকা। বিশাল পরিমাণ পুলিশ বাহিনী নামিয়েও পরিস্থিতি শান্ত করা যায়নি। গতকালই সন্দেশখালিতে জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয় ইন্টারনেট পরিষেবাও।

তৃণমূল নেতা শাহজাহান, উত্তমদের গ্রেফতারির দাবি তুলে রাস্তায় নামেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। জবরদখল করা জমিতে বানানো একের পর এক পোলট্রি ফার্ম, বাগানবাড়িতে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। অভিযোগ তাদের জমি বলপূর্বক দখল করে ওই ফার্ম তৈরি করেছিলেন উত্তমেরা।

এরই মধ্যে এবার শাহজাহান-ঘনিষ্ঠ তৃণমূল নেতা উত্তম সর্দারকে (Suspended TMC leader Uttam Sardar) শনিবার গ্রেফতার করে পুলিশ। গতকাল দুপুরেই তাকে সাসপেন্ড করেছিল তৃণমূল। আর সেই দিন রাতেই সন্দেশখালি থানা এলাকা থেকেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

1707436960 sandeshkhali

আরও পড়ুন: ঠিক কত বয়সে রাজনীতি ছাড়বেন অভিষেক? নেতার কথা শুনলে চমকে যাবেন

সন্দেশখালিতে অশান্তির ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের হাতে গেফতার হয়েছেন বিকাশ সিংহ নামের এক বিজেপি নেতা। তিনি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার অন্যতম পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর