প্রথম ওয়ান ডে অর্ধশতরান করে ভারতকে দুর্দান্তভাবে বড় রানের দিকে এগিয়ে দিলেন শুভমান গিল

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচ খেলতে নেমেছে শিখর ধাওয়ানের ভারত। দলে বেশ কতকগুলি চমক রয়েছে। যেমন স্কোয়াডে থাকা সত্ত্বেও রবীন্দ্র জাদেজাকে বসিয়ে রেখে শিখর ধাওয়ান সুযোগ দিয়েছিলেন বাঁহাতি স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। ঠিক তেমনভাবেই রুতুরাজ গায়কোয়াড় বা ঈশান কিষানের পরিবর্তে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল শুভমান গিলকে।

শুভমন গিল ভারতীয় ওয়ান ডে দলে প্রথম সুযোগ পেয়েছিলেন ২০১৯ সালে। সেডন পার্কে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ওডিআই ডেবিউ করেছিলেন প্রতিভাবান এই ক্রিকেটার। কিন্তু সেই ম্যাচে ভারতীয় দল ৯২ রানে অলআউট হয়ে গিয়েছিল যার মধ্যে ৯ রান করেছিলেন গিল। সেই সিরিজে নিজের দ্বিতীয় ম্যাচেও মাত্র ৭ রান করে আউট হয়েছিলেন পাঞ্জাবের এই ক্রিকেটার।

এরপর প্রায় তিনবছর গড়িয়ে গিয়েছে। নিজেকে টেস্ট দলে বেশ ধারাবাহিক করে তুলেছেন গিল। এখনো তিনি টেস্ট ফরম্যাটে প্রধান ওপেনার নন ঠিকই, কিন্তু ভারতীয় দলের নিয়মিত দুই ওপেনার রোহিত শর্মা লোকেশ রাহুলের চোট লাগলে তাদের পরিবর্তে তিনি মাঠে নেমে থাকেন। টেস্ট ক্রিকেটে নিজের কেরিয়ারকে মোটামুটি একটা দিশা দিতে পারলেও ওয়ান ডে ফরম্যাটে কখনোই ধারাবাহিক হয়ে উঠতে পারেননি গিল। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে অনেক তারকা ক্রিকেটার বিশ্রামে এবং চোটের কারণে বাইরে থাকায় তিনি আজ ওপেন করার সুযোগ পেয়েছিলেন এবং এবার আর হতাশ করেননি গিল।

সাধারনত আমরা জানি যে শিখর ধাওয়ান যদি পার্টনারশিপে থাকেন তাহলে তিনিই রানের গতি বৃদ্ধির কাজটা করে থাকেন। উল্টো দিকে থাকা ব্যাটার বেশিরভাগ ক্ষেত্রে তাকে সঙ্গ দিয়ে যান এবং একটা দিক ধরে রাখেন। কিন্তু আজকে ওপেন করতে নামা শুভমান গিল এই নিয়মের ব্যতিক্রম ঘটেনি। প্রথম থেকেই দুর্দান্ত আক্রমণ করে তিনি মাত্র ৩৬ বলে ছয়টি চার এবং দুটি ছক্কা সহযোগে নিজের প্রথম ওয়ান ডে অর্ধশতরান সম্পূর্ণ করেন। দুর্ভাগ্যবশত ৬৪ রানের মাথায় তিনি রান আউট হয়ে যান নয়তো তিনি যেরকম ছন্দে খেলছিলেন তাতে নিজের ওয়ানডে কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলল আশ্চর্য হওয়ার ছিল না। ধাওয়ানের সাথে মিলে প্রথম উইকেটে ১১৯ রানের পার্টনারশিপ গড়েন তিনি। অর্ধশতরান করেছেন শিখর ধাওয়ান।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর