গিলের ব্যাট, ফার্গুসন-শামির আগুনে পেসে ভর করে টানা দ্বিতীয় ম্যাচে জয়ী হার্দিকের গুজরাট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কে বলবে তারা একটি নতুন ফ্র্যাঞ্চাইজি। রাজস্থানের পর দ্বিতীয় দল হিসেবে আইপিএল ২০২২-এর প্রথম দুটি ম্যাচে টানা জয় পেল গুজরাট। শুভমান গিলের ব্যাটিং এবং গুজরাট পেসারদের আগুনে পেসের সামনে হার মানলো রিশভ পন্থের দিল্লি ক্যাপিটালস। টস জিতে প্রথমে বোলিং করে ম্যাচ জিতে নেওয়ার ধারা একইদিনে দু বার বড় ধাক্কা খেল।

আজ দিল্লি দলে ছিল একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তারেক বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। গুজরাটের শুরুটা একেবারেই ভালো হয়নি। শুরুতেই মুস্তাফিজুরের শিকার হয়ে ফেরেন উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। তারপর তিন নম্বরে নাম বিজয় শংকরও সফল হননি। তিনি ২০ বল খেলে মাত্র ১৩ রান করে আউট হন। ফলে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল গুজরাট।

shuvman gill batting

কিন্তু সেখান থেকে প্রথমে হার্দিক পান্ডিয়া (৩১), ডেভিড মিলার (২০) এবং রাহুল তেওটিয়াকে (১৪) সাথে নিয়ে ইনিংসটি টানেন শুভমান গিল। ৪৬ বলে ৬ টি চার ৪ টি ছক্কার সাহায্যে ৮৪ রান করেন তিনি। দলের স্কোর পৌঁছে যায় ১৭১ এ। দিল্লির হয়ে ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন মুস্তাফিজুর।

ferguson

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। দুই ওপেনারই বড় রান করতে ব্যর্থ হন। দিল্লির ইনিংসের হাল ধরার চেষ্টা করেছিলেন রিশভ পন্থ (৪৩) এবং ললিত যাদব (২৫)। কিন্তু তাদের পার্টনারশিপ ভাঙতেই ম্যাচের চিত্রটি পরিষ্কার হয়ে যায়। দুরন্ত বোলিং করে ২৮ রান দিয়ে ৪ উইকেট নেন গতিদানব লকি ফার্গুসন। একটুর জন্য হ্যাট্রিক মিস করলেও ২ উইকেট পান শামিও। আজ বল হাতে ১টি উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়াও। এই জয়ের ফলে রাজস্থানের মতোই নিজেদের দুটি ম্যাচে দুটি জয় পেয়ে লিগ টেবিলে ভালো জায়গায় রইলো গুজরাট টাইটান্স।


Reetabrata Deb

সম্পর্কিত খবর