মায়ের প্রতি অভিষেকের সৌজন্যে আপ্লুত শুভ্রাংশু, ঘনিষ্ঠ মহলে দিলেন প্রতিক্রিয়া

   

বাংলাহান্ট ডেস্কঃ মুকুল রায়ের করোনা আক্রান্ত স্ত্রীকে বুধবার হাসপাতালে দেখতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (abhishek banerjee)। যার পরবর্তীতে অভিষেকের প্রতি ‘আপ্লুত’ হয়ে পড়লেন মুকুল পুত্র শুভ্রাংশু রায় (shuvrangshu roy)। যা নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

কিছুদিন আগেই মুকুল রায় এবং তাঁর স্ত্রী দুনজেই করোনা আক্রান্ত হন। তবে মুকুল রায় বাড়িতে আইসোলেশনে থাকলেও, তাঁর স্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার সন্ধ্যায় মুকুল পত্নীকে দেখতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনায় ‘আপ্লুত’ হন মুকুল পুত্র শুভ্রাংশু।

1618925666 mukul subhrangshu

যদিও, তৃণমূলের তরফ থেকে এই সাক্ষাৎকে সৌজন্য বলে আখ্যা দেওয়া হয়েছে। কিন্তু অভিষেকের এই ঝটিকা সফর নিয়ে ইতিমধ্যে জল্পনা ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রায় পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা উঠেছে। যদিও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় একটি ট্যুইট করে বলেছিলেন, যে তিনি বিজেপিতেই আছেন। রাজ্যের অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে লড়াই জারি রাখবেন। কিন্তু ওনার ছেলে শুভ্রাংশুর একটি ফেসবুক পোস্ট রাজ্য রাজনীতি তোলপাড় করে দেয়।

শুভ্রাংশু ফেসবুকে একটি পোস্ট করে লিখেছিলেন, ‘বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারের সমালোচনার আগে আত্মসমালোচনা প্রয়োজন’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর