নামী তারকার সন্তান হয়েও বাড়তি সুবিধা পাননি ইন্ডাস্ট্রিতে, আফশোস শ্বেতা-কন‍্যা পলক তিওয়ারির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডি (bollywood) জনপ্রিয় তারকা সন্তানদের তালিকায় দ্রুত নিজের স্থান পাকা করে নিচ্ছেন পলক তিওয়ারি (palak tiwari)। জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারির (shweta tiwari) কন‍্যা তিনি। খুব শিগগিরিই বলিউডে পা রাখতে চলেছেন পলক। ‘রোজি: দ‍্য স‍্যাফরন চ‍্যাপ্টার’ ছবির মাধ‍্যমেই অভিনয়ে আসছেন তিনি।

শ্বেতার প্রাক্তন স্বামী তথা পলকের বাবা রাজা চৌধুরী একই সঙ্গে অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। অভিনেত্রী নিজেও ছোটপর্দায় দাপিয়ে কাজ করেছেন এবং করছেন। কিন্তু তাঁদের মেয়ে হয়ে পলক সোজা লাফ দিয়ে বড়পর্দায় অভিষেক করতে চলেছেন। বলিউড এমনিতেই স্বজনপোষনের অভিযোগে দুষ্ট। পলককেও কি এমন অভিযোগ পেতে হয়েছে কখনো? মা বাবার দৌলতে কোনো সুবিধাই কি পাননি তিনি?


পলকের ঝটিতি উত্তর, বলিউডে নেপোটিজম রয়েছে সেটা তিনি মানেন। এমনকি রাজা শ্বেতার মতো নামী তারকাদের সন্তান হয়ে নিজেকে ভাগ‍্যবতী বলেও মনে করেন তিনি। তবে পলকের দাবি এ জন‍্য কখনোই বিশেষ কোনো সুবিধা পাননি তিনি ইন্ডাস্ট্রিতে। আসলে মা শ্বেতা ছোটপর্দাতেই কাজ করেছেন। সকলের সঙ্গেই তাঁর চেনা পরিচিতি। সেই সূত্রে মেয়ে পলকের সঙ্গেও সকলের ভাল সম্পর্ক। কিন্তু বড়পর্দার ক্ষেত্রে শ্বেতা তেমন কাউকেই চেনেন না। তাই কোনো সুবিধাই পলকের হয়নি। বর‌ং তাঁর নিজস্ব পরিচিতিই কাজে এসেছে বলে জানান শ্বেতা কন‍্যা।

পলক আরো বলেন, অক্ষয় কুমারও তো সেই অর্থে ইন্ডাস্ট্রিতে ‘বহিরাগত’ ছিলেন। নিজের অভিনয় প্রতিভা দিয়ে আজ বলিউডের প্রথম সারির অভিনেতা তিনি। অক্ষয়ের সঙ্গে তুলনা করেই পলকের বক্তব‍্য ইন্ডাস্ট্রিতে চেনা পরিচিতি থাকলেই জায়গা পাওয়া যাবে এমন কথায় তিনি বিশ্বাসী নন।

পরিচালক বিশাল রঞ্জন মিশ্রর ‘রোজি: দ‍্য স‍্যাফ্রন চ‍্যাপ্টার’ ছবিতে অভিনয় করছেন পলক। রোজি নামের এক কলসেন্টার কর্মীর হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়ার ঘটনা নিয়েই তৈরি হবে ছবির কাহিনি। জানা গিয়েছে, সত‍্য ঘটনা অবলম্বনেই তৈরি হতে চলেছে এই ছবি। তবে ছবি মুক্তির তারিখ এখনো জানা যায়নি।

X