বাংলাহান্ট ডেস্ক: নেটপাড়ায় ক্রমেই বাড়ছে শাহরুখ খানের (Shahrukh Khan) ছবি বয়কটের ডাক। কিং খানের কামব্যাক ছবি ‘পাঠান’ বয়কট করার ডাক দিয়েছে নেটিজেনদের একাংশ। পালটা শাহরুখের ভক্তরা ট্রেন্ড শুরু করেছে ‘# India Awaits Pathan’ অর্থাৎ ভারত পাঠানের অপেক্ষায় রয়েছে। এই দড়ি টানাটানির খেলায় ছবির ভবিষৎ কী হবে তা এখন থেকে বলা সম্ভব না হলেও আমির খানের পরিস্থিতি দেখে শাহরুখকে নিয়েও চিন্তায় রয়েছেন তাঁর ভক্তরা।
কিং খানকে বয়কটের ডাকের মধ্যেই অভিনেতার হয়ে সওয়াল করলেন ভিকি কৌশলের বাবা তথা খ্যাতনামা স্টান্ট ডিরেক্টর শ্যাম কৌশল (Shyam Kaushal)। শাহরুখ যে আসলে কতটা বিনয়ী একজন মানুষ তার সপক্ষে প্রমাণ দিয়েছেন তিনি। নিজের অভিজ্ঞতা থেকে শ্যাম কৌশল জানান, শাহরুখ প্রত্যেকটা মানুষকে যথাযোগ্য সম্মান করেন।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শ্যাম কৌশল বলেন, শাহরুখ তাঁকে, তাঁর স্ত্রী বীনা কৌশল এবং ছেলে ভিকির সঙ্গে যে ব্যবহার করেছিলেন তা তাঁর মনকে ছুঁয়ে গিয়েছিল। এত বড় মাপের একজন মানুষ অথচ এত মাটির কাছাকাছি থাকেন শাহরুখ যা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়।
বলিউডের জনপ্রিয় স্টান্ট পরিচালক শ্যাম কৌশল। গত ২১ বছর ধরে কিং খানের সঙ্গে কাজ করছেন তিনি। সেই ‘অশোকা’ থেকে শুরু করে ‘ওম শান্তি ওম’এও স্টান্ট পরিচালনা করেছিলেন শ্যাম। নিজের কাজের প্রতি শাহরুখ নাকি খুবই মনোযোগী। সেটের প্রতিটি মানুষকে সম্মান দেন তিনি।
সাক্ষাৎকারে ২০১৯ এর এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্মৃতি শেয়ার করে শ্যাম বলেন, “কাউকে কীভাবে সম্মান দিতে হয় তা শাহরুখের থেকে শেখা উচিত ফিল্ম ইন্ডাস্ট্রির। শাহরুখ যেভাবে কথা বলেন, যেমন ভাবে আচরণ করেন তাতে নিজেকে ধন্য মনে হয়। অনেক বছর আগে ‘অশোকা’র সময়ে আমাদের মধ্যে যেমন সম্পর্ক ছিল এখনো তেমনটাই আছে। আমরা একে অপরের সঙ্গে পঞ্জাবিতে কথা বলি।”
তিনি আরো বলেন, ২০১৯ সালে ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সঞ্চালনা করছিলেন শাহরুখ এবং ভিকি। শ্যাম বলেন, এই ধরণের কোনো অনুষ্ঠানে গেলে তাঁকে যেখানে বসতে বলা হয় তিনি বসে যান। তবে ওই অনুষ্ঠানটিতে ছেলে ভিকিও সঞ্চালনা করছিলেন বলে গিয়েছিলেন শ্যাম। সকলেই জানেন এইসব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকদের স্ক্রিপ্ট দেওয়া হয়, সেটা দেখেই বলতে হয় তাঁদের।
কিন্তু সেদিন শাহরুখের স্ক্রিপ্টের বাইরে কথা বলছিলেন। ভিকিকে তিনি জিজ্ঞাসা করেন, তাঁর বাবা কোথায় বসেছেন। শ্যাম নিজের স্ত্রীর সঙ্গে মঞ্চ থেকে বেশ খানিকটা দূরেই বসেছিলেন। শ্যাম বলেন, “ভিকিকে উদ্দেশ্য করে শাহরুখ বলতে থাকেন, ‘আমি যখন ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলাম তখন তোমার বাবা আমাকে অনেক কিছু শিখিয়েছিলেন।'”
অতবড় মঞ্চে শাহরুখের কথা শুনে চোখ ছলছল করে উঠেছিল শ্যাম কৌশলের। পরে তিনি ভিকির কাছে শুনেছিলেন, স্ক্রিপ্টে এসব কিছুই ছিল না। শাহরুখ নিজে থেকে ভিকিকে তাঁর বাবা এসেছেন কিনা তা জিজ্ঞাসা করেছিলেন। শ্যাম বলেন, এইজন্যই উনি শাহরুখ খান।
পাশাপাশি তিনি এও বলেন, শাহরুখ কাউকে ভয় পান না। এর প্রমাণ তিনি ছবির শুটিংয়েও পেয়েছেন। ‘ওম শান্তি ওম’এ একটি আগুনের দৃশ্য শুট করার সময় শ্যাম কৌশল নিজে ভয় পাচ্ছিলেন। কিন্তু শাহরুখ বলেছিলেন, তিনি ঠিক কাজটা করে দেবেন। শ্যামের কথায়, “শাহরুখ সাচ্চা পাঠান”।