৫ দেশ-৭ রাজ্যে গাছ লাগানোই টার্গেট! স্বপ্নপূরণের উদ্দেশ্যে ঘর ছাড়লেন কাঁথির শিক্ষক

বাংলাহান্ট ডেস্ক : প্রতিবছরেই বেড়ে চলেছে গরমের তীব্রতা। কাঠফাটা রোদ্দুরে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিচ্ছে একটুখানি ছায়ার কথা। কিন্তু এই কংক্রিটের রাজ্যে রোজই কমে যাচ্ছে গাছের সংখ্যা। ফলে, সবুজের অভিযানে বেড়িয়ে পড়েছেন তিনি নিজেই। কথা হচ্ছে কাঁথির (Kanthi) শিক্ষক শ্যামল জানাকে নিয়ে। তার লক্ষ্য একটাই ! মানুষের মধ্যে বৃক্ষ রোপণের চেতনা গড়ে তোলা।

তাই এবার নিজের জেলা ছাড়িয়ে ভিন জেলা, ভিন দেশের উদ্দেশ্যে রওনা দিলেন। যে যে দেশগুলিতে তিনি যাবেন সেই তালিকায় রয়েছে ভারতেরই (India) ৫ টি প্রতিবেশী রাষ্ট্র নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার ও শ্রীলঙ্কা। পাশাপাশি, উত্তর-পূর্ব ভারতবর্ষের সাতটি রাজ্য আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর, মিজোরাম নাগাল্যান্ড, ত্রিপুরাতেও তিনি বৃক্ষরোপণ করবেন।

সব মিলিয়েই বলা যায়, সমাজের কাছে তিনি যেন হয়ে উঠেছেন ‘সবুজের ফেরিওয়ালা’। পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় ইতিমধ্যে বট বৃক্ষরোপণ করেছেন তিনি। শিক্ষক শ্যামল জানার লক্ষ্য, সারা জীবনে মোট ৫ হাজার বটবৃক্ষ রোপণ করবেন। সবুজের বার্তা দিতে তাঁর হাতে সব সময় থাকে গাছের চারাযুক্ত একটি গ্রীন জার। যাতে সব সময় থাকে গাছের চারা। বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণের মধ্যেই তিনি মনের শান্তি খুঁজে পান।

img 20230508 193411

শিক্ষক হিসেবে ‘গরমের ছুটি’কে কাজে লাগিয়ে তিনি গোটা দেশ ভ্রমণে বেড়িয়েছেন। তাঁর কথায়, “আমাদেরও এগিয়ে আসতে হবে। সমাজের জন্য দেশের জন্য দশের জন্য। গাছ লাগান প্রাণ বাঁচান। এই অমোঘ সত্যি কথাটি যেদিন আমরা বুঝতে পারব সেদিন কতটা দেরি হবে তা সময় বলবে।” মানুষের মধ্যে খুব দ্রুত বৃক্ষ রোপণ নিয়ে সচেতনতা জেগে ওঠা দরকার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর