‘বেদখল’ হয়ে যাওয়া দলীয় কার্যালয় ঝাঁটা হাতে পরিস্কার করলেন বিষ্ণুপুর তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা

ইন্দ্রানী সেন,বাঁকুড়া:’বেদখল’ হয়ে যাওয়া দলীয় কার্যালয়ের চাবি খুলে নিজে ঝাঁটা হাতে পরিস্কার করে। বালতি করে জল নিয়ে এসে দেওয়ালে আঁকা দলের নেত্রী মমতা ব্যানার্জ্জীর কাদা মাখা ছবি পরিস্কারও করলেন বিষ্ণুপুর তৃণমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা। পরে এলাকার কর্মী সংগঠকদের নিয়ে নতুন করে দলীয় প্রতীক পতাকা লাগিয়ে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে উদ্যোগী হলেন শ্যামল সাঁতরা। একজন শীর্ষ স্থানীয় রাজনীতিবিদের এই ধরণের কাজের নমুনা রাজ্য রাজনীতি ‘বিরল’ বলেই অনেকে মনে করছেন।

 

লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই জেলা জুড়েই তীব্র ক্ষোভ প্রকাশ পেয়েছিল জেলা জুড়েই। বাদ যায়নি তৃণমূলের দলীয় কার্যালয় গুলিও। বেশ কিছু দিন বন্ধ থাকার পর ফের দলীয় কার্যালয় খুললো তৃণমূল। মঙ্গলবার তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি ও রাজ্যের মন্ত্রী অধ্যাপক শ্যামল সাঁতরার নেতৃত্বে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতিতে বাঁকুড়ার জয়পুরের হেতিয়া গ্রামে দলের কার্যালয় খোলা হয়। শাসক দলের তরফে অভিযোগ করা হয়েছে, গত ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশের পর হেতিয়াতে তৃণমূলের দলীয় কার্যালয়টিতে ব্যাপক ভাঙ্গচুর চালায় বিজেপি। এমনকি তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলার পাশিপাশি মমতা ব্যানার্জীর ছবিতেও কাদা-গোবর লাগিয়ে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অধ্যাপক শ্যামল সাঁতরাকে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়ার পর এলাকায় নিজেদের দলীয় কার্যালয় খোলার উদ্যোগ নেন স্বয়ং শ্যামল সাঁতরা।

b84a4 img 20190528 wa0026

এবারের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক শ্যামল সাঁতরা বিজেপির সৌমিত্র খাঁ এর কাছে ৭৮,০৪৭ ভোটে পরাজিত হন। এরপরই বিজেপি হেতিয়া গ্রামে তাদের দলীয় কার্যালয়ে বেপরোয়াভাবে হামলা চালায় বলে অভিযোগ। যদিও বিজেপির পক্ষ থেকে তার অস্বীকার করা হয়েছে।

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক শ্যামল সাঁতরা বলেন, ২৩ মে লোকসভা ভোটের ফলাফল প্রকাশের রাত থেকে হেতিয়া গ্রামের তৃণমূল কার্যালয়ে ইঁট পাটকেল ছুঁড়ে ব্যাপক ভাঙ্গচুর চালানো হয়েছিল। দলীয় পতাকা ছিঁড়ে ফেলা, মমতা ব্যানার্জ্জীর ছবিতে কাদা-গোবর লেপার পাশাপাশি শহীদ বেদিটিও ভেঙ্গে ফেলা হয়।এই ঘটনায় বিজেপির হাত রয়েছে অভিযোগ তুলে তিনি বলেন এলাকার উন্নয়ন ও শান্তির বাতাবরণ তৈরীতে সমস্ত রাজনৈতিক বিরোধ ভুলে সবাইকে একসাথে চলার আবেদনও জানান তিনি।

সম্পর্কিত খবর