দাঁড়ি কাটিয়েও রোষের মুখে দারোগা ইন্তসার আলি!

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের বাগপত জেলার রমালা থানায় নিযুক্ত SI ইন্তসার আলি দাঁড়ি কাটিয়ে নিজের পদে বহাল হয়েছেন ঠিকই, কিন্তু এইরকম করে তিনি দেওবন্দ উলমার রোষের মুখে পরেছেন।

উলমা বলেছে, যদি কোথাও শরিয়ত অথবা সুন্নত বাঁচানোর কথা আসে তাহলে ইন্তসার আলির দাঁড়ি কাটানোর বদলে চাকরি ছেড়ে দেওয়া উচিত ছিলো। সোমবার মাদ্রাসা জামিয়া অ্যাংলো আরবিকের মৌলানা লুতফুর রহমান কাশমি দারোগা ইন্তসার আলিকে দাঁড়ি কাটানো নিয়ে পরামর্শ দিয়ে বলেন, দাঁড়ি না রাখা শরিয়তের হিসেবে অপরাধ আর দাঁড়ি রেখে সেটাকে কেটে দেওয়া তার থেকে বড়ো অপরাধ।

তিনি বলেন যদি প্রশ্ন শরিয়ত আর সুন্নত বাঁচানোর প্রসঙ্গ আসে তাহলে ওনার চাকরি ছেড়ে দেওয়া উচিত ছিলো। উনি বলেছেন শরিয়তের হিসেবে দারোগা ইন্তসার আলি বিশাল বড়ো অপরাধ করছেন। এর জন্য ওনার তওবা করা উচিত।

জানিয়ে দি, বাগপত জেলার রমালা থানায় নিযুক্ত সাব ইন্সপেক্টর ইন্তসার আলি দাঁড়ি রাখার কারণে কিছু দিন আগে বরখাস্ত হয়েছিলেন। এরপর তিনি দাঁড়ি কাটতেই গতকাল আবার নিজের পদে বহাল হন।


Koushik Dutta

সম্পর্কিত খবর