বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেক্সিকোতে সম্প্রতি ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা। একটি শিশুর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে একটি কুকুরের বিরুদ্ধে। শিশুটির উপর হামলার পর মেক্সিকোর তলাহুয়াকে কুকুরটিকে আটক করা হয়েছিল। তবে পুলিশ বিশ্বাস করে যে শিশুটির মা তার সঙ্গীকে রক্ষা করার জন্য মিথ্যা অভিযোগ করেছেন। সেই মা তার নয় বছরের মেয়েকে ধর্ষণের জন্য তার কুকুরকে দায়ী করেছেন।
মেয়েটির ওপর আক্রমণ করা হয়েছিল তা পরিষ্কার। কিন্তু কে আক্রমণ করেছিল সেই ঘটনার কোনও সাক্ষী নেই। আপাতত জোগাড় করা যায়নি কোনও সিসিটিভি ফুটেজ-ও। কিন্তু তদন্তের সময়, মেয়েটির মা ভয়ঙ্কর আক্রমণের জন্য তাদের বাড়ির কুকুরটিকে দায়ী করেছেন। তার মতে কুকুরটিই আক্রমণ চালায় শিশুটির ওপর।
পোষা প্রাণীটিকে আটক করার পর তদন্ত চালায় পুলিশ। তদন্তের সময় নাবালিকার মা পোষা প্রাণীটিকে এই গোটা ঘটনার জন্য দোষারোপ করতে থাকেন এবং দাবি করেন যে, তিনি তাঁর মেয়ে এবং কুকুরটিকে সে সময় একা রেখে তিনি বাইরে গিয়েছিলেন। তবে নির্যাতিতার মায়ের পুরো গল্পটি সাজানো ঘটনা বলে সন্দেহ করছে পুলিশ।
সেই সন্দেহের বশেই CDMX অ্যাটর্নি জেনারেলের অফিসের তদন্ত চলাকালীন মেয়েটির সৎ বাবাকে গ্রেপ্তার করার নির্দেশ জারি করা হয়। তদন্তকারীদের বিশ্বাস যে, নির্যাতিতার মা তার বর্তমান সঙ্গী তথা মেয়েটির সৎ পিতা-কে রক্ষা করার জন্য সাজানো গল্প তৈরি করেছিলেন। ইতিমধ্যেই আক্রান্ত শিশুটির থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে এবং হামলার জন্য দায়ী কারা তা খুঁজে বের করতে তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে।