‘তারকা সন্তান’ অনন‍্যার সঙ্গে স্ক্রিন শেয়ার, আবারো ব‍্যঙ্গ করলেন সিদ্ধান্ত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের তথাকথিত তারকা সন্তান অনন‍্যা পাণ্ডে (ananya pandey)। বলিউডে পা রাখার আগে থেকেই সোশ‍্যাল মিডিয়ার পরিচিত মুখ ছিলেন তিনি। করন জোহরের ‘স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার টু’ ছবির হাত ধরে অভিনয়ে হাতেখড়ি অনন‍্যার। এ নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে। প্রকাশ‍্যে ব‍্যঙ্গ করেছিলেন ‘গলি বয়’ খ‍্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও (siddhant chaturvedi)। এবার ফের কটাক্ষ করতে দেখা গেল তাঁকে।

সম্প্রতি পরিচালক সকুন বাত্রার ছবির শুট শেষ করলেন অনন‍্যা। তাঁর সঙ্গে রয়েছেন দীপিকা পাডুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী। গত বছরের থেকে চলছিল ছবির শুটিং। র‍্যাপ আপের পর ক্ল‍্যাপবোর্ড হাতে নিয়ে ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিটির এখনো কোনো নাম ঠিক হয়নি। আপাতত প্রোডাকশন নম্বর ৭০ বলেই ডাকা হচ্ছে ছবিটিকে।


ক্ল‍্যাপবোর্ডের ছবিটি শেয়ার করে অনন‍্যা লিখেছেন, ‘সবার কাছে খুব কৃতজ্ঞ আমি। সবথেকে ভাল অভিজ্ঞতা হল আমার।’ এই ছবি শেয়ার করেছেন সিদ্ধান্তও। তবে স্পষ্ট ব‍্যঙ্গের সুরে তাঁর কটাক্ষ, ‘এবার তো নামটা রাখুন’।

উল্লেখ‍্য, এর আগেও অনন‍্যাকে প্রকাশ‍্যে ব‍্যঙ্গ করেছিলেন সিদ্ধান্ত। চাঙ্কি পাণ্ডে কন‍্যার দাবি ছিল, তিনি তারকা সন্তান বলে অনেকেই ভাবেন তিনি সবকিছু খুব সহজে পেয়ে যান। কিন্তু এমনটা নয়। স্ট্রাগল তাঁকেও করতে হয়। তাঁর বাবা এতদিন অভিনয় করার পরেও করন জোহরের ছবিতে কাজ করেননি।

https://www.instagram.com/p/CShEBkgNfDd/?utm_medium=copy_link

অনন‍্যা আরো বলেন, স্টুডেন্ট অফ দ‍্য ইয়ার এর মুক্তি এক বছর পিছিয়ে গিয়েছিল। কিন্তু বাবা চাঙ্কি পাণ্ডে তখনো তাঁকে শুভেচ্ছা জানাননি। কারণ ছবিটির সঙ্গে অনেক কিছুই হতে পারত। হয়তো সেটা মুক্তি পেল না বা অনেক বছর পর মুক্তি পেল। ইন্ডাস্ট্রিটা এমনি।

এরপরেই সিদ্ধান্ত কটাক্ষ করে বলেন, “স্ট্রাগল সকলেই করে। তফাতটা শুধু এখানে যেখানে আমাদের স্বপ্ন পূরণ হয় সেখান থেকে এদের স্ট্রাগল শুরু হয়।” তুমুল ভাইরাল হয়েছিল ভিডিওটি। অনন‍্যাকে এখনো ট্রোলের সম্মুখীন হতে হয় সিদ্ধান্তের ওই মন্তব‍্যটিকে জড়িয়ে।

X