আর ‘ডিরিম’ নয়, মিঠাইকে খুঁজে পেয়ে বাস্তবেই চিৎকার করে ‘আই লভ ইউ’ বলল সিদ্ধার্থ

বাংলাহান্ট ডেস্ক: দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল শেষমেষ। মিঠাইকে (Mithai) জাপটে ধরে ভালবাসার কথাটা বলেই দিল সিদ্ধার্থ (Siddharth)। পাহাড়কে সাক্ষী রেখে মনের সমস্ত ভালবাসা উজাড় করে দিল ‘উচ্ছেবাবু’। এতদিন ধরে মিঠাই স্বপ্নই দেখে এসেছে যে সিড তাকে প্রোপোজ করছে। অবশেষে সেই ‘ডিরিম’ আজ বাস্তবে পরিণত হল।

এই মুহূর্তে পাহাড়ে রয়েছে মিঠাই এর গোটা টিম। দাদাই ও ঠাম্মির হানিমুনের জন‍্য মিঠাই সিডও পাড়ি দিয়েছে দার্জিলিংয়ে। দিব‍্যি চলছিল সবকিছু। মিঠাইও ‘ডিরিম’ দেখছিল উচ্ছেবাবু তাকে প্রোপোজ করছে। সেটা যে সত‍্যি হয়ে যাবে তা ভাবতেও পারেনি মিঠাই। কিন্তু কয়েক ঘন্টার দূরত্ব বদলে দিল সবকিছু।

Siddhartha and Mithai in Mithai 1
মিঠাইকে খুঁজে না পেয়ে পাগলপারা সিদ্ধার্থ। সারা রাত ধরে উদভ্রান্তের মতো স্ত্রীকে খুঁজে বেরিয়েছে সে। এদিকে চা বাগানের এক খাদে অজ্ঞান হয়ে পড়ে রইছে মিঠাই। সকালের রোদ চোখে পড়তে জ্ঞান ফেরে তার। অবশেষে মিলন হয় দুজনের। মিঠাইকে এতক্ষণ পর সামনে পেয়ে ততক্ষণে বাঁধ ভেঙে গিয়েছে সিদ্ধার্থর।

মায়ের মতো মিঠাইও তাকে ছেড়ে চলে যাবে ভাবছে। আর সেটা হলে শেষ হয়ে যাবে সিদ্ধার্থ। এতদিন ধরে সে এতকিছু করেছে, নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছে। এমনকি মিঠাইয়ের জন‍্য ভালবাসাতেও বিশ্বাস করতে শুরু করেছে সিড। অথচ সেসব কিছুই চোখে পড়ে না মিঠাইয়ের! অভিমান উচ্ছেবাবুর।

তারপরেই সটান মিঠাইকে জাপটে ধরে সে বলেই দেয় সেই তিনটে ‘ম‍্যাজিক‍্যাল’ শব্দ। ওদিকে হল্লা পার্টি ততক্ষণে হুল্লোড় শুরু করে দিয়েছে। মিঠাই সিডকে কাঁধে তুলে রীতিমতো সেলিব্রেশন। দর্শকরা যে উৎফুল্ল তা আর বলার অপেক্ষা রাখে না। এবার হয়তো হারিয়ে যাওয়া মুকুট ফেরত পাবে মিঠাইরাণী, আশায় বুক বাঁধছে দর্শকরা।

Niranjana Nag

সম্পর্কিত খবর