বাংলাহান্ট ডেস্ক: সিদ্ধার্থ শুক্লার (siddharth shukla) মৃত্যু আবারো রূঢ় অতীতের সামনে এনে দাঁড় করিয়েছে বলিউড ইন্ডাস্ট্রিকে। অভিনেতার মৃত্যু যেন ফের মনে করিয়ে দিয়েছে এক বছর আগে তরতাজা যুবক অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। অনুরাগীরা এখনো বিশ্বাস করে উঠতে পারছেন না এই দুসংবাদ। এক ভক্ত কোমায় চলে গিয়েছেন সিদ্ধার্থের মৃত্যু সংবাদ শুনে। সুশান্তের মৃত্যুর পরেও এমন একাধিক ঘটনা ঘটেছিল।
চিকিৎসক ডক্টর জয়েশ ঠাকর টুইট করে জানান, ‘সিডনাজ’ জুটির বড় ভক্ত ছিলেন ওই ব্যক্তি। সিদ্ধার্থের আচমকা মৃত্যু সংবাদটা মেনে নিতে পারেননি তিনি। বড়সড় মানসিক আঘাত পেয়েছিলেন। টুইটে চিকিৎসক লেখেন, ‘নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলুন, একা থাকবেন না। গত রাতে সিডনাজ এর এক ভক্তকে হাসপাতালে ভর্তি করতে হয়। বাথরুমে জ্ঞান হারিয়ে পড়েছিলেন তিনি। নিজের খেয়াল রাখুন দয়া করে। আর ওঁর জন্য প্রার্থনা করুন।’
এর পরের টুইটেই খারাপ খবরটা দেন চিকিৎসক। তিনি জানান, আংশিক কোমায় চলে গিয়েছেন ওই অনুরাগী। অত্যধিক মানসিক চাপের ফলে তাঁর একাধিক অঙ্গপ্রত্যঙ্গে সাড়া নেই। তিনি সমস্ত অনুরাগী, সমর্থকদের অনুরোধ করেছেন শান্ত হতে। বেশি চিন্তা না করতে, অন্য বিষয়ে মন ঘোরাতে। এবার সিদ্ধার্থের চলে যাওয়াটা মেনে নিতেই হবে সকলকে।
অনুরাগীদের চিন্তা শেহনাজ গিলকে নিয়েও। সিদ্ধার্থের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই খোঁজ পড়েছিল শেহনাজের। তাঁর বাবা সন্তোখ সিং সুখ সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, ভাল নেই মেয়ে। সিদ্ধার্থের মৃত্যুতে ভেঙে পড়েছেন শেহনাজ। বারবার বলছেন, তাঁর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সিদ্ধার্থ। অভিনেতাকে নিয়ে পরিবারের সঙ্গে হাসপাতালেও গিয়েছিলেন শেহনাজ।
শেষকৃত্যের সময়ে নিজের ভাই শেহবাজকে নিয়ে শ্মশানে উপস্থিত হন শেহনাজ। তাঁকে দেখে যেন থমকে গিয়েছিল নেটনাগরিকরা। আলুথালু চুল, পোশাক। কান্নার দমকে কেঁপে উঠছে শরীরে। গাড়ি থেকে নেমে ক্যামেরার স্রোতের মাঝে বোনকে ধরে ধরে শেষকৃত্যের স্থানে নিয়ে যান শেহবাজ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সিদ্ধার্থের মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্স শ্মশানে পৌঁছাতেই সেদিকে ছুটে যান শেহনাজ। কাঁদতে কাঁদতে প্রয়াত অভিনেতার নাম ধরে চিৎকার করে ওঠেন। সিদ্ধার্থের শেষকৃত্যের সময় নিজেকে আর সামলাতে পারেননি শেহনাজ। প্রিয় মানুষটার দেহ চোখের সামনে ছাই হয়ে যেতে দেখে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এখন সিদ্ধার্থের মৃত্যুর পর শেহনাজকে শক্ত থাকার বার্তা দিচ্ছেন তাঁর অনুরাগীরা।