প্রয়াত সিদ্ধার্থ শুক্লার অ্যাকাউন্ট ‘স্মরণীয়’ করল টুইটার-ইনস্টাগ্রাম, আবেগে ভাসল নেটদুনিয়া

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সিদ্ধার্থ শুক্লার (Siddharth Shukla) অনুরাগীদের জন‍্য এক অত‍্যন্ত আবেগঘন দিন। বৃহস্পতিবার ‘স্মরণীয়’ করে দেওয়া হল অভিনেতার ইনস্টাগ্রাম ও টুইটার অ্যাকাউন্ট। গত সেপ্টেম্বরে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন সিদ্ধার্থ। তাঁর অকালমৃত‍্যুর পর থেকে কেটে গিয়েছে ছয় মাস। কিন্তু মানুষ এখনো ভুলতে পারেনি প্রাক্তন বিগ বস বিজেতাকে।

মৃত‍্যুর ছয় মাস পরে প্রয়াত সিদ্ধার্থ ও তাঁর জীবনকে উদযাপন করার জন‍্য ‘স্মরণীয়’ করে দেওয়া হল তাঁর টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আরো একবার ভিজেছে অনুরাগীদের চোখ। অনেকেই লিখেছেন, ভাগ‍্য অন‍্যায় করেছে সিদ্ধার্থের সঙ্গে। নিজের, পরিবারের এবং তাঁর ভালবাসার মানুষটার জন‍্য দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত ছিল অভিনেতার।

IMG 20220304 004910
কারোর মতে, সবাই হয়তো একদিন না একদিন ভুলে যাবে সিদ্ধার্থকে। যেমন প্রয়াত মানুষদের সকলেই এক সময় ভুলে যায়। কিন্তু অনুরাগীরা কখনো ভুলবে না তাঁকে। সিদ্ধার্থ চিরদিন তাঁর ভক্তদের মাঝে বেঁচে থাকবেন। এদিন টুইটারে ট্রেন্ডিং হয় ‘হ‍্যাশট‍্যাগ সিদ্ধার্থ শুক্লা লিভস অন’।

অনেকে সিদ্ধার্থের চর্চিত প্রেমিকা শেহনাজ গিলকেও মনের জোর রাখার বার্তা দিয়েছেন। বিগ বস থেকেই সিদ্ধার্থ ও শেহনাজের সফর শুরু হয়েছিল। তাঁদের রসায়ন টিআরপি তুঙ্গে তুলেছিল। কোনোদিনই সেভাবে সম্পর্ক নিয়ে কথা না বললেও তাঁদের মধ‍্যে যে একটা বিশেষ কিছু ছিল তা সকলেই জানতেন। বিগ বস ১৩ জেতার পরে ১৪ তম সিজনে ‘সিনিয়র’ হিসাবে দেখা গিয়েছিল সিদ্ধার্থকে। এমনকি বিগ বস OTT তেও অতিথি হিসাবে এসেছিলেন তিনি।

994079 sidharth shukla demise
বলিউডি ছবিতে তেমন অভিনয় করেননি সিদ্ধার্থ। মূলত বিগ বস তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে তুলেছিল। মিষ্টি ব‍্যবহার দিয়ে বহু মানুষের মন জয় করেছিলেন সিদ্ধার্থ। তাঁর মৃত‍্যু ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল বলিউড ইন্ডাস্ট্রিকে। সেপ্টেম্বরের শুরুতে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত‍্যু হয় সিদ্ধার্থ শুক্লা। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর।


Niranjana Nag

সম্পর্কিত খবর