মৃত‍্যুর আগের রাতেও সুস্থ ছিলেন সিদ্ধার্থ, পুলিসকে দেওয়া বয়ানে দাবি অভিনেতার মায়ের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকালে প্রয়াত হন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla)। আচমকা হৃদরোগে আক্রান্ত হন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার মতোও সময় পাওয়া যায়নি। মুম্বইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষনা করেন।

ওই হাসপাতালেই সিদ্ধার্থের ময়নাতদন্ত চলছে। তার রিপোর্ট আসতে পাঁচ ছ ঘন্টা সময় লাগবে। তারপরেই জানা যাবে অভিনেতার মৃত‍্যুর আসল কারণ। তাঁর পরিবারের সদস‍্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিস। প্রয়াত অভিনেতার মা ইতিমধ‍্যেই বয়ান দিয়েছেন পুলিসের কাছে।


এই মামলায় প্রথমেই কোনো ষড়যন্ত্রের সম্ভাবনা নাকচ করে দিয়েছে পুলিস। প্রয়াত অভিনেতার মা জানিয়েছেন, গতকাল রাত পর্যন্তও সম্পূর্ণ সুস্থ ছিলেন সিদ্ধার্থ। রাতে খাওয়ার পর শুতে চলে যান তিনি। কিন্তু সকাল বেলাই ঘুম থেকে আর ওঠেনইনি তিনি। পরিবারের সদস‍্যরা ইতিমধ‍্যেই স্পষ্ট করে দিয়েছেন সিদ্ধার্থের উপর কোনো মানসিক চাপ ছিল না।

জানা গিয়েছে, আগের দিন রাতে কিছু ওষুধ খেয়ে শুয়েছিলেন সিদ্ধার্থ। সকালে যখন তাঁর মা দরজা নক করেন তখন ভেতর থেকে কোনো সাড়া আসেনি। এরপরেই সিদ্ধার্থকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসকরা ঘোষনা করেন তার আগেই মৃত‍্যু হয়েছে সিদ্ধার্থের।

এই মামলায় বিএমসির স্বাস্থ‍্য বিভাগের টিম কুপার।হাসপাতালের ডিনের থেকে সমস্ত তথ‍্য নথিবদ্ধ করেছে। তিনিই জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত‍্যু হয়েছিল সিদ্ধার্থের। পুলিস আগে দেহের তল্লাশি নেবে তারপর ময়নাতদন্ত হবে বলে খবর। মুম্বই পুলিস সূত্রে খবর, প্রয়াত অভিনেতার দেহে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। তাঁর পরিবারের সদস‍্যরা পুলিসকে জানিয়েছে এই মৃত‍্যুর পেছনে কোনো ষড়যন্ত্র নেই। তাই কোনো মিথ‍্যে রটনা তাঁরা চান না।

X