স্ত্রী কিয়ারার কলিরেতে আদরের পোষ্য অস্কারের মুখ, চোখ ভিজলো সিদ্ধার্থের

বাংলাহান্ট ডেস্ক : রাজকীয় ভাবে বিয়ে সারলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণী (Kiara Advani)। রাজস্থানের জলসামিরে বসে ছিল তারকা জুটির বিয়ের আসর। আমন্ত্রিত ছিলেন প্রায় ১০০ জন অতিথি। চলতি মাসের ৭ তারিখ সাত পাকে বাঁধা পড়লেন ‘শেরশাহ’ জুটি। অতিথিদের মনোরঞ্জনের জন্য রাজস্থানী নাচ সহ পুতুল নাচের ব্যবস্থা করা হয়েছিল।

২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্মে ঝড় তুলেছিল এই তারকা জুটি। ‘শেরশাহ’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাঁরা। সেই থেকেই প্রেম। যদিও দর্শকদের সামনে এই বিষয় নিয়ে কখনই মুখ খোলেননি সিদ্ধার্থ-কিয়ারা। এবার বাস্তব জীবনে একসাথে পথ চলা শুরু করল তারকা জুটি।

Sidharth Malhotra-Kiara Advani

মঙ্গলবার রাজস্থানের জালসামীরে সূর্যগড় দূর্গে বিয়েসম্পন্ন হল সিদ্ধার্থ-কিয়ারার। মনীশ মালহোত্রার ডিজাইন করা লেহেঙ্গা পড়ে বিয়ে সারলেন অভিনেত্রী। সঙ্গে ছিল হিরে পান্নার গয়না। সবকিছুর মধ্যেই অভিনবত্ব রেখেছিলেন এই অভিনেত্রী। তবে অনুরাগীদের সবচেয়ে বেশি নজর কারলো অভিনেত্রীর গোলিপি চূড়া এবং তা থেকে ঝুলন্ত কলিরে। নায়িকার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল এই চূড়া। চূড়াতে ছিল দম্পতির নামের আদ্যক্ষর S এবং K, স্থান পেয়েছিল প্রজাপতি।

তবে সবচেয়ে বেশি চমকে দেওয়ার বিষয় হল স্ত্রীর চুড়াতেই স্থান পেল সিদ্ধার্থের প্রিয় পোষ্য অস্কারের মুখ। অর্থাৎ ইহ জগতে না থেকেও সিদ্ধান্ত-কিয়ারার বিয়ের সাক্ষী থাকল অস্কার। স্ত্রীর এহেন কাজে চোখ ভিজেছে সির্দ্ধার্থের। চোখ ভিজেছে উপস্থিত অতিথিদের।

 

View this post on Instagram

 

A post shared by KIARA (@kiaraaliaadvani)

অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তাঁর অনুরাগীরা। জানা যাচ্ছে কিয়ারার এই কলিরা মৃণালিনী চন্দ্রের ডিজাইন করা। পাঞ্জাবি কনের সাজ একেবারেই অসম্পূর্ণ এই চুরা আর কলিরে ছাড়া। আর এই কলিরেতেই চমক ধরালেন অভিনেত্রী।

sidharth kiara

kiara sid

দীর্ঘ প্রায় এগারোটা বছর সিদ্ধার্থের কাছে ছিল অস্কার। মুম্বাইতে পোষ্যকে নিয়েই থাকতেন অভিনেতা। তবে বিগত বছর ফেব্রুয়ারি মাসে না ফেরার দেশে পাড়ি দেয় অভিনেতার প্রিয় পোষ্য। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পোষ্যের কথা নিজেই জানিয়েছিলেন অভিনেতা। লিখেছিলেন, ‘অস্কারের কাছে আমি অনেক কিছু শিখেছি, কিভাবে অন্যকে ভালবাসতে হয়, যত্ন নিতে হয় সবটাই তার কাছ থেকে শেখা। বিগত এগারোটা বছর ধরে ও আমার সঙ্গী ছিল। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। তার জন্য রইল অনেক ভালোবাসা’।

additiya

সম্পর্কিত খবর