পারমানেন্ট বুকিং, কিয়ারাকে চুমুতে ভরিয়ে বিয়ের সুখবর জানালেন সিদ্ধার্থ

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে এসেই গেল সুখবরটা। সাত পাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবানী (Kiara Advani)। রাজস্থানের জয়সলমেরে সূর্যগড় দূর্গে রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে চার হাত এক হয়ে গেল দুই তারকার। দীর্ঘ প্রতীক্ষার পর সোশ্যাল মিডিয়ায় প্রথম ছবিও শেয়ার করে ফেললেন নব বিবাহিত দম্পতি।

বেশ কয়েক বছর ধরেই ডেস্টিনেশন ওয়েডিং এর চল রয়েছে বলিউডে। সেই ট্রেন্ড মেনেই রাজস্থানে বসেছিল সিড কিয়ারার বিয়ের আসর। বিয়েতে আরো এক ট্রেন্ড মেনেছেন। লালের বদলে হালকা গোলাপি, সোনালি লেহেঙ্গায় সেজেছিলেন অভিনেত্রী। সঙ্গে পান্না আর হীরের গয়না দিয়ে সাজ সম্পূর্ণ করেছিলেন কিয়ারা। অন্যদিকে সোনালি আর ঘিয়ে রঙা শেরওয়ানি, মাথায় পাগড়ি দিয়ে সেজেছিলেন সিদ্ধার্থ।

sidharth kiara

তিনটি ছবি শেয়ার করে গাঁটছড়া বাঁধার সুখবর ঘোষনা করেছেন সিদ্ধার্থ কিয়ারা। ‘শেরশাহ’ ছবির একটি সংলাপ উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আব হামারি পারমানেন্ট বুকিং হো গয়ি হ্যায়। আমাদের আগামী সফরে আপনাদের আশীর্বাদ এবং ভালবাসা চাই’।

kiara

প্রথম ছবিতে একে অপরের দিকে তাকিয়ে হাত জোড় করে বসে রয়েছেন সিড কিয়ারা। দ্বিতীয় ছবিতে স্বামীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে অভিনেত্রী। তিন নম্বরে ছবিতে একে অপরকে চুম্বন করতে দেখা যাচ্ছে তাঁদের। নব বিবাহিত দম্পতিকে শুভেচ্ছা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।

sidharth kiara

শুধুমাত্র অভিনেতা অভিনেত্রীর পরিবার এবং বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে দুজনের। ইন্ডাস্ট্রির তরফে বিয়েতে উপস্থিত ছিলেন করন জোহর, মনীশ মালহোত্রা, শাহিদ কাপুর, মীরা রাজপুত, জুহি চাওলার মতো তারকারা।

sidharth

 

ইন্ডাস্ট্রির সবথেকে জনপ্রিয় জুটিদের মধ‍্যে অন‍্যতম সিদ্ধার্থ এবং কিয়ারা। ২০২০ তে ‘শেরশাহ’ ছবির শুটিং থেকেই নাকি সম্পর্কের সূত্রপাত দুজনের। সরাসরি স্বীকার না করলেও নিজেদের সম্পর্কটা কখনো অস্বীকারও করেননি তাঁরা। এমনকি কফি উইথ করনে এসে বড়সড় ইঙ্গিতও দিয়েছিলেন সিদ্ধার্থ কিয়ারা।

Niranjana Nag

সম্পর্কিত খবর