গল্প অসমাপ্ত রেখেই চলে গেলেন সিদ্ধার্থ, মুক্তির পথে সিডনাজের মিউজিক ভিডিও ‘অধুরা’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছর কয়েক আগে মুক্তি পেয়েছিল ‘হামারি অধুরি কাহানি’। পর্দায় ইমরান হাশমি ও বিদ‍্যা বালানের অসমাপ্ত প্রেম কাহিনি দেখে চোখ ছলছল করে উঠেছিল দর্শকদের। সেটা ছিল ২০১৫ সাল। ২০২১ এ পুনরাবৃত্তি হল ঘটনার। শুধু এখানে গল্পটা বাস্তব, নায়ক নায়িকা সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla) ও শেহনাজ গিল (shehnaz gill)।

বিগ বসের ঘর থেকে ভাললাগার সূত্রপাত ইন্ডাস্ট্রির দুই তারকার। নিজের প্রাণখোলা মেজাজ দিয়ে সিদ্ধার্থের মনে অচিরেই জায়গা করে নিয়েছিলেন শেহনাজ। সেই সিদ্ধার্থ যাকে বিগ বসের ঘরে সর্বসমক্ষে শেহনাজ বলেছিলেন, ‘তুমি শুধু আমার’। শুধুই দেখনদারি নয়, ‘সিডনাজ’এর সম্পর্ক ছিল বিগ বসের পরেও। চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতেও বসার পরিকল্পনা করছিলেন দুজন।

কিন্তু ভাগ‍্যের ফের। সাজানো গোছানো সব স্বপ্ন এখনো তছনছ হয়ে পড়ে আছে। পর্দায় দুজনকে একসঙ্গে দেখার স্বপ্নও শেষ অনুরাগীদের। এক মিউজিক ভিডিওতে অভিনয় করছিলেন সিদ্ধার্থ শেহনাজ। কিন্তু কাজ অসমাপ্ত রেখেই চলে গেলেন অভিনেতা। সেই ভিডিও মুক্তি পেতে চলেছে শীঘ্রই। সম্প্রতি মুক্তি পেল মিউজিক ভিডিওর প্রথম পোস্টার।

পোস্টারে কালো ব‍্যাকগ্রাউন্ডের সামনে একটি জ্বলন্ত মোমবাতির ছবি। সিডনাজের অসমাপ্ত কাহিনির মতোই এই ভিডিওর নাম ‘অধুরা’। বাংলায় যার অর্থ অসমাপ্ত‍। গানে সুর দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও অর্ক। এমন পোস্টার দেখে ফের চোখে জল নেটনাগরিকদের। আগামী ২১ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘অধুরা’।

সম্প্রতি আগামী ছবি ‘হঁসলা রাখ’ এর প্রচারেই এক সাক্ষাৎকারে এসেছিলেন দিলজিৎ, শেহনাজ এবং ছবির আরেক অভিনেত্রী পুনম বাজওয়া। সাক্ষাৎকারের একটি ছোট্ট ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দিলজিৎ। সেখানে ছবির একটি দৃশ‍্যের রিমেক করেছেন তাঁরা।

শেহনাজ গিল নামটা শুনলেই চোখের সামনে ভেসে উঠত এক প্রাণোচ্ছ্বল মেয়ের ছবি। বিগ বসের ঘরে তাঁর কাণ্ডকারখানা দেখে কখনো অবাক আবার কখনো প্রাণ খুলে হেসেছিলেন দর্শকেরা। নিজের হাসি দিয়ে মন খারাপ দূর করে দেওয়ার ক্ষমতা ছিল শেহনাজের।


তাঁকে এই ভাবেই দেখতে অভ‍্যস্ত দর্শকরা। কিন্তু ২ রা সেপ্টেম্বরের পর থেকেই গুম মেরে গিয়েছিলেন শেহনাজ। এখন ফের অভিনেত্রীকে আগের মতো দেখে খুশি তাঁর অনুরাগীরাও। ছবির নামের সঙ্গে মিলিয়েই শেহনাজকে ভরসা রাখার কথা বলেছেন তারা।

X