বাংলা হান্ট ডেস্কঃ আমেরিকা (United States) থেকে ক্রয় করা অত্যাধুনিক Sig Sauer assault rifles সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর জন্য ভারতীয় জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার ভারত (India) আরও এই অত্যাধুনিক রাইফেলস এর অর্ডার দিয়েছে। এই রাইফেল গুলো পূর্ব লাদাখে চীনের বিরুদ্ধে মোতায়েন হওয়া ভারতীয় জওয়ানদের দেওয়া হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার দ্বারা আয়োজিত Defence Acquisition Council এ দ্বিতীয়বার আমেরিকা থেকে ৭২ হাজার ৫০০ টি অত্যাধুনিক Sig Sauer assault rifles কেনার অনুমতি দেওয়া হয়েছে।
সংবাদসংস্থা এএনআইকে সরকারি সুত্র জানায় যে, Sig Sauer assault rifles এর প্রথম ব্যাচ জম্মু কাশ্মীরে জঙ্গি বিরোধী অভিযানে সামিল জওয়ানদের দেওয়া হয়েছে। এবার এই অত্যাধুনিক রাইফেল চীন সীমান্তে থাকা ভারতীয় সেনার হাতেও তুলে দেওয়া হবে। সুত্র জানান, সরকার চাইছে যে, শত্রুদের মোকাবিলা করার সময় জওয়ানদের হাতে যেন সর্বত্তম হাতিয়ার থাকে।
এই সময় ভারতীয় জওয়ানদের ইনসাস রাইফেলের ব্যবহার করছে। নতুন Sig Sauer assault rifles এই রাইফেল গুলোর জায়গা নেবে। ইনসাস রাইফেলস ভারতেই তৈরি করা হয়। যোজনা অনুযায়ী, সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, নিয়ন্ত্রণ রেখা আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সৈনিকদের জন্য ১.৫ লক্ষ অত্যাধুনিক রাইফেল আমদানি করা হবে।
সেনার বাকি জওয়ানদের একে-২০৩ রাইফেল দেওয়া হবে। এই রাইফেল গুলো রাশিয়া আর ভারত মিলে উত্তর প্রদেশের আমেঠির কারখানায় বানাবে। এই রাইফেল পুরনো একে-৪৭ রাইফেলের অত্যাধুনিক মডেল হতে চলেছে। সীমান্তে চীনের সাথে চলা বিবাদের মধ্যে ভারত আমেরিকা থেকে অত্যাধুনিক রাইফেলস এর সাথে সাথে অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনও অর্ডার দিয়েছে।