সাদা পোশাকেই স্বচ্ছন্দ ভারতের নেতা-মন্ত্রীরা! জানুন, এমন রং ব্যবহারের তাৎপর্য কী

বাংলাহান্ট ডেস্ক : যুগ যুগ ধরে ভারতবর্ষ বৈচিত্রের মধ্যে এক ঐক্যের সাধনা করে আসছে। নানা জাত ধর্ম বর্ণের মানুষের বাস এই ভারত ভূমিতে। জায়গা অনুযায়ী বদলে যায় এখানকার মানুষদের ভাষা জীবনযাত্রা সংস্কৃতি। তবে আমাদের দেশের নেতা মন্ত্রীদের মধ্যে একটা কমন জিনিস খুবই লক্ষ্য করা যায়। আমাদের দেশের অধিকাংশ নেতা-মন্ত্রীরা সাদা পোশাক (White Dress) পরেন।

আমরা দেখতে পাই সাদা পোশাকেই সাধারণ মানুষের মধ্যে যেতে পছন্দ করেন দেশের নেতা-মন্ত্রীরা। কিন্তু জানেন রাজনৈতিক নেতাদের এই সাদা পোশাক পরার চল কবে থেকে শুরু হয়েছিল? কেন নেতা-মন্ত্রীরা সাদা পোশাকের পাঞ্জাবি পায়জামা শাড়ি পরেন? এর পিছনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।

সেই কারণ জানতে হলে আমাদের পিছে যেতে হবে অনেকটা পিছনে। স্বাধীনতা সংগ্রামের আন্দোলন চলার সময় এই সাদা পোশাক পরার চল শুরু হয়। সেই সময় মহাত্মা গান্ধী বিদেশী দ্রব্য বয়কটের ডাক দিলে দেশপ্রেমী মানুষেরা বিদেশি পোশাক আগুনে পুড়িয়ে দেন। এরপর মহাত্মা গান্ধী জনগণকে বলেন চরকা থেকে কাপড় তৈরি করে পরতে।

স্বনির্ভরতার প্রতীক হিসেবে মহাত্মা গান্ধী এই ব্যাপারটি সবার মনে গাঁথার চেষ্টা করেছিলেন।
সেই সময় খাদি থেকে তৈরি পোশাক সাদা রঙের হতো। ধীরে ধীরে সবাই সাদা রঙের পোশাক ব্যবহার শুরু করেন। এখনো পর্যন্ত সেই চল চলে আসছে। অপরদিকে সাদা রঙকে ঐতিহ্যশালী বলে ধরা হয়। সত্য ও অহিংসার প্রতীক এই সাদা রং।

mamata modi

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে সাদা রঙের পোশাক খুবই আকর্ষণীয় হয়ে থাকে। সাদা রঙের পোশাক পরে জনগণের কাছে গেলে খুব স্বাভাবিক ভাবে ও দ্রুত তাদের মধ্যে মিশে যাওয়া যায়। তাই বছরের পর বছর ধরে নেতা-মন্ত্রীদের সাদা রংয়ের পোশাক ব্যবহারের একটা চল আমাদের দেশে চালু আছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর