বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) ভারতের (INDIA) সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন ব্যাঙ্কের নীতি নির্ধারণ করে থাকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছেই একমাত্র অনুমতি আছে দেশের নোট ও কয়েন তৈরি করার। ব্রিটিশ আমলে আজ থেকে প্রায় ৮৭ বছর আগে ১৯৩৫ সালের ১ এপ্রিল পথ চলা শুরু করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কিন্তু অনেকেই জানেন না রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নটি ভারতের সনাতন ঐতিহ্যের বার্তা বহন করে।
রিজার্ভ ব্যাঙ্কের প্রতীকে আমরা দেখতে পাই একটি গোলাকার চাকতির মধ্যে একটি বাঘ ও তার পিছনে দণ্ডায়মান একটি তাল গাছ। আমরা সবাই কমবেশি আরবিআই এর এই চিহ্নের সাথে পরিচিত। ভারতের সমস্ত নোটে এই চিহ্ন আমরা দেখতে পাই। এই চিহ্ন ছাড়া কোনও নোট বা কয়েন মান্যতা পায় না। কিন্তু কোন কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নে বাঘ ও তাল গাছকে বেছে নেওয়া হল তা নিয়ে কি আপনার কখনো কৌতুহল হয়েছে?
ব্রিটিশ রাজত্বে যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার কর্মকর্তারা মনে করেন যে ব্যাঙ্কের একটি প্রতীক চিহ্ন থাকা দরকার। যে চিহ্নটি দেশের সমস্ত নোট, মুদ্রায় প্রতিনিধিত্ব করবে। কর্মকর্তারা সেই সময়ে সিদ্ধান্ত নেন সরকারি স্বীকৃতি, পদমর্যাদার বার্তা সহ একটি চিহ্ন তৈরি করার। অন্যদিকে তারা প্রতীক নির্মাণকারীকে এও বলেছিল যে রিজার্ভ ব্যাঙ্কের প্রতীক চিহ্নে যেন সরকারের ছায়া প্রতিফলিত না হয়।
কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন, আরবিআই এর লোগোতে এমন বার্তা থাকবে যা দেশের সনাতন ঐতিহ্যকে বহন করবে। সবাই সিদ্ধান্ত নিয়েছিলেন, শৈল্পিক ভাবনার প্রতিফলিত লোগোতে যেন সহজ ও সরলতা বজায় থাকে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্বে ১৮৩৫ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সারা দেশে প্রচলিত ছিল জোড়া মোহরের। অনেক আলোচনার পর, রিজার্ভ ব্যাঙ্কের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন যে সেই জোড়া মোহরকেই বানানো হবে ভারতের শীর্ষ ব্যাংকের প্রতীক।
৩০ টাকা মূল্যের ব্রিটিশ জোড়া মোহরে ছিল একটি সিংহ ও তার পিছনে এক পায়ে দাঁড়িয়ে থাকা তালগাছ। তাতে সামান্য কিছু পরিবর্তন করে জোড়া মোহরের চিহ্নই পরবর্তীকালে ব্যবহার করা হয় রিজাভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীক হিসাবে। সিংহের পরিবর্তে ভারতের সাথে বেশি মানানসই বাঘকে আনা হয় আরবিআই এর প্রতীকে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীক চিহ্নে ব্যবহৃত বাঘটি শক্তি, ক্ষমতা এবং কমনীয়তার বার্তা বহন করে। অন্যদিকে তালগাছটি বহন করে সত্য, মূল্য, জীবনীশক্তি, আন্তরিকতা, উর্বরতা, নিরাপত্তা এবং ঐক্যের। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মূল আদর্শ ও মন্ত্র এই বাঘ ও তাল গাছের মাধ্যমে প্রতিফলিত হয়ে আসছে বছরের পর বছর ধরে।