‘জাট’ সানির এন্ট্রিতেই আউট ‘সিকন্দর’! কত আয় হল সলমনের ছবির?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে চলছে সলমন খান বনাম সানি দেওলের বক্স অফিস লড়াই। ইদের সময় মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। ভাইজানের ছবি এবার তেমন ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে। তার মধ্যে গত ১০ ই এপ্রিল মুক্তি পেয়েছে ‘জাট’ (Jaat)। প্রথম দিন থেকেই দর্শকদের নজর কেড়ে নিতে সক্ষম হয়েছে ছবিটি। ফলত এই কদিনের মধ্যেই ভালো ব্যবসা করে নিয়েছে জাট।

কত ব্যবসা করল সানি দেওলের জাট (Jaat)?

বক্স অফিস রিপোর্ট বলছে, সোমবারই ৪৫ কোটির মাইলফলক অতিক্রম করেছে জাট (Jaat)। সোমবার ৭-৭.৫ কোটি টাকা নেট আয় করেছে এই ছবি। আয়ের অঙ্ক এদিন কিছুটা কমলেও সপ্তাহের প্রথম দিন হিসেবে, ভালোই ব্যবসা করেছে জাট। মুক্তির দিন ৯.৫ কোটি টাকা আয় করেছিল জাট (Jaat)। গত শুক্রবার ৭ কোটি টাকার ব্যবসা করেছিল ছবিটি।

Sikandar movie might be out for jaat

পেরোতে পারেনি গদর ২ কে: সপ্তাহান্তে অবশ্য আয়ের অঙ্ক এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। শনিবার ছবিটি আয় করে ৯.৭৫ কোটি টাকা এবং রবিবার তা আরো বেড়ে হয় ১৪ কোটি টাকা। মুক্তির পর থেকে মাত্র পাঁচ দিনে প্রায় ৪৭ কোটি টাকার ব্যবসা করেছে জাট (Jaat)। তবে সানির শেষ ছবি ‘গদর ২’কে ছাপিয়ে যেতে পারেনি জাট। গদর ২ পাঁচ দিনে দেশজুড়ে ২২৮.৯৮ কোটি টাকা আয় করেছিল।

আরো পড়ুন : ‘বাড়িতে ঢুকে…’, সলমনের অ্যাপার্টমেন্টে ‘সার্জিক্যাল স্ট্রাইক’! ফের হুমকি পেলেন ভাইজান

কে কে রয়েছেন ছবিতে: প্রসঙ্গত, জাট (Jaat) ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন পরিচালক গোপিচন্দ মালিনেনি। প্রথম ছবিতেই ভালো সাড়া পেয়েছেন তিনি দর্শক মহলে। জাট (Jaat) ছবিতে মুখ্য চরিত্রে সানি দেওল ছাড়াও রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও দেখা গিয়েছে সাইয়ামি খের, রাম্যা কৃষ্ণন, প্রশান্ত বাজাজ, জারিনা ওয়াহাব এর মতো তারকাদের।

আরো পড়ুন : ‘ভয়ঙ্কর হামলা হবে’! ৫ মাসের মধ্যে ফের হুমকি বার্তা রাম মন্দিরে, আরো বাড়ল নিরাপত্তা

অন্যদিকে সলমনের ‘সিকন্দর’ অনেকটাই দুর্বল ভাবে পারফর্ম করছে বক্স অফিসে। ভাইজানের ক্যারিশমা প্রভাব ফেলতে পারেনি ব্যবসায়। উপরন্তু জাট ছবির আয়ের অঙ্ক যেভাবে তড়তড়িয়ে এগোচ্ছে তাতে মনে করা হচ্ছে হয়তো চলতি সপ্তাহেই সিনেমা হল থেকে বিদায় নিতে পারে ছবিটি।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X