১১ বছরের কিশোরীর সাহসের সামনে হার মানল ক্রিমিনালরা, অপহরণ করতে গিয়ে পালাল নিজেরাই

বাংলাহান্ট ডেস্ক : রাজস্থানের সিকার জেলার খান্ডেলা শহরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার ঘটনা প্রকাশ্যে এসেছে। কিন্তু এই মেয়েটি সাহসিকতার পরিচয় দিয়ে দুর্বৃত্তের মোকাবিলা করে তাকে পালিয়ে যেতে বাধ্য করে। অপহরণ করতে আসা দুর্বৃত্তের হাতে কামড় বসিয়ে দেয় মেয়েটি। এরপর অপহরণকারী তার সঙ্গীকে নিয়ে পালিয়ে যায়। এরই মধ্যে বিদ্যালয়ের কর্মচারীরাও সেখানে পৌঁছান। মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে অপহরণকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনাটি ঘটেছে রবিবার। গান্ধী জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে খান্ডেলায় এসেছিল মেয়েটি। সে খান্ডেলা শহরের উদয়পুরওয়াটি রোডে অবস্থিত মহাত্মা গান্ধী ইংলিশ মিডিয়াম স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ে। জানা যাচ্ছে, এক দুর্বৃত্ত মেয়েটির হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু এ সময় মেয়েটি দাঁত দিয়ে দুর্বৃত্তের হাত কামড়ে দেন, পরে সেই দুর্বৃত্ত সঙ্গীসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বিষয়টির জানতে পেরে খান্ডেলা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আশেপাশের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখতে শুরু করে।

পুলিশ অফিসার সোহনলাল জানান, স্কুলের প্রিন্সিপাল অম্বিকা পারেক ও স্টাফসহ শহরের লোকজন থানায় পৌঁছে পুরো বিষয়টি জানায়। এরপর ঘটনাস্থলের আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্ক্যান করা হয়েছে। ওই ছাত্রী জানায়, ছুটির পর সে খেলছিল। প্রায় সব শিশুই সেই সময় বাড়ি চলে গিয়েছিল। স্কুলে মাত্র তিনটি শিশু ছিল। এমন সময় একটি মোটরসাইকেলে করে মুখোশধারী ২ জন আসে। তাদের দেখে তারা ভয় পেয়ে যায়। তাদের মধ্যে একজন বাইকে বসেছিল এবং অন্যজন তাদের দিকে আসতে শুরু করে।

jpg 20221003 155802 0000

কিশোরীর কথায়, একটা লোককে আসতে দেখে তারা অফিসের দিকে ছুটে যায়। এমন সময়ে সে পা পিছলে পড়ে গেলে যুবকটি তাকে ধরে ফেলে। এরপর ছাত্রীটি যুবকটির হাতে কামড় বসালে যুবকটি সেখান থেকে পালিয়ে যায়। স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অম্বিকা পারেক বলেন, স্কুল বন্ধ হওয়ার পর দুই মুখোশধারী বাইকে করে আসেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে অপহরণের চেষ্টা করেছিল সে। মেয়েটির কান্না শুনে তিনি ঘর থেকে বের হলে সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর