বাংলাহান্ট ডেস্ক: দক্ষিণী ছবির রমরমার মধ্যে একমাত্র সফল বলিউড ছবি হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছিল ‘দ্য কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files)। বাঘা বাঘা তারকাদের, বড় বাজেটের ছবিকে চিৎ করে দিয়েছিল বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) পরিচালিত এই ছবি। বিতর্কও কম হয়নি। সেসব তুড়ি মেরে উড়িয়ে পরিচালক ঘোষনা করেছেন, তাঁর আগামী ছবি ‘দিল্লি ফাইলস’ (Delhi Files)।
ছবির বিষয়বস্তু সম্পর্কে বিবেক অগ্নিহোত্রী এখনো কিছু না জানালেও শোনা যাচ্ছে, ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গার কাহিনিই উঠে আসবে ছবিতে। একটি বিবৃতিতে মহারাষ্ট্রের শিখ সম্প্রদায় অভিযোগ করেছে, সৃজনশীল অভিব্যক্তি এবং ব্যক্তিগত লাভের জন্য শিখ দাঙ্গার মতো দুঃখজনক ঘটনার বাণিজ্যিক রূপপ্রদান করা হচ্ছে।
যদিও এ বিষয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বক্তব্য, একজন ছবি নির্মাতা হিসাবে নিজের ভাবনা চিন্তা অনুযায়ী ছবি বানানোর স্বাধীনতা তাঁর আছে। তাঁর কথায়, “এটি কোন সংস্থা আমি জানি না। আমি একজন ভারতীয়। আমি একটি সার্বভৌম দেশে বাস করি যেখানে আমার আমি নিজেকে ইচ্ছা মতো প্রকাশ করতে পারি। আমার যেমন ইচ্ছা হবে আমি তেমন ভাবে ছবি বানাবো। কারোর দাবি আমি মানতে বাধ্য নই বা কোনো সংস্থার চাকরও নই।”
এর আগে শোনা গিয়েছিল, দ্য কাশ্মীর ফাইলস ছবির দুই প্রযোজক অভিষেক আগরওয়াল আর্টস এবং আই অ্যাম বুদ্ধ প্রোডাকশন আবারো হাত মেলাচ্ছে নতুন এবং আরো বৃহত্তর এক প্রোজেক্টের জন্য। জানা যাচ্ছে, দ্য কাশ্মীর ফাইলসের মতোই আরো দুটি কঠোর সত্যের ঘটনা ছবির আকারে তুলে ধরবেন প্রযোজকরা। তিনটি ছবি মিলিয়ে নাম হবে ‘দ্য কাশ্মীর ফাইলস ট্রিলজি’।
প্রযোজক অভিষেক আগরওয়ালের জন্মদিন উপলক্ষ্যে আগামী ছবিগুলির ঘোষনা করেন দ্য কাশ্মীর ফাইলস নির্মাতারা। অন্য দুটি ছবির প্রযোজনার দায়িত্বে থাকবেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী পল্লবী যোশী। তবে অন্য ছবিদুটির গল্প কী এবং কোন ঘটনা নিয়ে হবে তা এখনো জানা যায়নি।