বাংলাহান্ট ডেস্কঃ ছত্তিশগড়ে (chhattisgarh) মাওবাদী হামলায় শহীদ হন ২২ জন জওয়ান। এই ঘটনায় তোলপাড় হয়ে রয়েছে গোটা দেশ। শহীদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah) ঘোষণা করেছেন, ‘চূড়ান্ত পরিণতি হবে মাওবাদীদের। জওয়ানদের মনোবল কখনই ভাঙ্গতে দেব না আমরা। দ্রুতই মাওবাদীদের শেষ করতে হবে। এই লড়াই মাওবাদীদের শেষ করে, তবেই থামবে’।
এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন সেনা জওয়ান। চলতে থাকা এই টানাপোড়েনের মধ্যে এক নজিরবিহীন ঘটনা সামনে এল। সহকর্মীকে গুলিবিদ্ধ হতে দেখে মাথার পাগড়ি খুলে তাঁর পায়ের ক্ষতে বেঁধে দিলেন এক শিখ জওয়ান।
মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই চলাকালীন আধাসামরিক বাহিনীর এলিট কম্যান্ডো ব্যাটলিয়ন ফর রিসোলিউট অ্যাকশন (coBRA) উইংয়ের জওয়ান অভিষেক পাণ্ডের পায়ে গুলি লাগায় তিনি গুরুত্ব ভাবে জখম হন। অভিষেক পাণ্ডের পায়ে গুলি লাগায় তৎক্ষণাৎ মাথার পাগড়ি খুলে তাঁর পায়ের ক্ষত স্থানে বেঁধে দিলেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার আরকে ভিজ।
পরবর্তীতে লড়াই চলাকালীন আরকে ভিজও মাওবাদীদের ছোঁড়া গুলিতে গুলি বিদ্ধ হন। আহত অবস্থায় দুজনকে রাইপুরের হাসপাতালে ভর্তি করা হলে আরকে ভিজ জানান, ‘যখন গোলাগুলি চলছিল, তখন দেখলাম দুবের পায়ের দেখলাম গুলি লেগেছে। অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল। তখন রক্তস্রোত বন্ধ করতে মাথার পাগড়ি খুলে ওঁর পায়ে বেঁধে দিই। পরে আমারও গুলি লাগে’।
এবিষয়ে এক সেনা আধিকারিক জানান, ‘এই ঘটনা সত্যিই নজিরবিহীন। তাঁরা দুজনেই গুলি লাগার পরও তাদের লড়াই জারি রেখেছিল। তবে বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দুজনেই সুস্থ রয়েছেন’।