সিকিম ভ্রমণে নিষেধাজ্ঞা! পর্যটকদের জন্য জারি কড়া নির্দেশিকা, আর যেতে পারবেন না এখানে

   

বাংলাহান্ট ডেস্ক : সিকিমের (Sikkim) গুরুদংমার লেক (Gurudongmar Lake) পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয় একটি জায়গা। পাহাড়ের গায়ে বরফ ঘেরা এই টুরিস্ট স্পট বহুকাল থেকেই প্রিয় পর্যটকদের কাছে। তবে চলতি মরশুমে যারা সিকিম ভ্রমণে গিয়েছেন তারা ঘুরতে যেতে পারছেন না গুরুদংমার লেকে।

পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা যাচ্ছে, সিকিম সরকারের পক্ষ থেকে পর্যটকদের নিরাপত্তাজনিত কারণে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত অক্টোবর মাসে হিমবাহ ফেটে ভয়াবহ ধস এবং মেঘ ভাঙা বৃষ্টি হয় এই লেকে। ভয়াবহ এই দুর্যোগের ফলে দীর্ঘদিন ব্যাহত হয়েছিল এখানকার পর্যটন।

আরোও পড়ুন : দার্জিলিং শব্দেই লুকিয়ে আছে ভয় ধরানো অর্থ! নামকরণের তাৎপর্য কী ?

খারাপ রাস্তার কারণে ঘুর পথে সিকিম পৌঁছাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয়েছে পর্যটকদের। তাই প্রশাসন এই মরশুমে ঝড়-বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে ঝুঁকি নিতে চাইছে না। গুরুদংমারইয়ের পাশাপাশি বহু পর্যটক মার্চ থেকে মে মাস পর্যন্ত ঘুরতে আসেন লাচেন এবং লাচুংয়েও। এবছর লাচুংয়ে পর্যটকদের সমাগম দেখা গেলেও, প্রায় ফাঁকা লাচেন।

আরোও পড়ুন : একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে? পড়বেন বিপদে! RBI-র নয়া নিয়ম না জানলে বিরাট ক্ষতি

লাচেনের অত্যন্ত জনপ্রিয় টুরিস্ট স্পট গুরুদংমারে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। এই সময়টা সিকিমে বহু পর্যটক ঘুরতে যান। তবে গুরুদংমার লেক বন্ধ থাকায় অনেক পর্যটকেরই মন খারাপ। মঙ্গনের জেলাশাসক হেম কুমার ছেত্রী এই বিষয়ে মুখ খুলেছেন।

Master

তার কথায়,  ‘ঝুঁকি থাকায় আমরা লাচেনে কোনও পর্যটককে যাওয়ার অনুমতি দিচ্ছি না। কেবলমাত্র স্থানীয় লোকজনকেই সেদিকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আমাদের পক্ষ থেকে সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে গুরুদংমার পর্যন্ত রাস্তা ঠিক রাখা যায়। তবে যেহেতু লাগাতার ধসের জেরে এই রাস্তা ভঙুর হয়ে গিয়েছে তাই ঝুঁকি এড়াতে আপাতত সেদিকে কাউকে না পাঠানোই শ্রেয়।’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর