বদলে গেল বাস ভাড়া দেওয়ার নিয়ম! প্রচুর সুবিধা পাবেন যাত্রীরা, জানুন নয়া পদ্ধতি!

বাংলা হান্ট ডেস্কঃ স্বল্প দূরত্ব হোক বা বেশি দূরত্ব, বহু মানুষের যাতায়াতের জন্য প্রথম পছন্দ বাস। রেল পরিষেবার পাশাপাশি বাস পরিষেবার ওপরেও নির্ভরশীল এদেশের বহু মানুষ। তবে বাসে যাতায়াতের ক্ষেত্রে বহু সময় ভাড়া দেওয়া নিয়ে সমস্যা দেখা যায়। বিশেষত স্বল্প দূরত্বের যাত্রার ক্ষেত্রে এমনটা বেশি হয়। কারণ সেক্ষেত্রে মূলত অনলাইন বাস ভাড়া (Online Bus Fare) দেওয়া যায় না। এবার তাই যাত্রীদের সুবিধার্থে বাস দেওয়ার নয়া নিয়ম চালু হতে চলেছে।

বর্তমানে বেশি দূরত্বের যাত্রার ক্ষেত্রে ট্রেনের মতো বাসেরও অনলাইনে টিকিট (Online Ticket) কেটে নেওয়া যায়। এর ফলে যাত্রীদের অনেকটা সুবিধা হয়েছে। তবে লোকাল বাসগুলির ক্ষেত্রে এখনও সেই সুবিধা সেভাবে চালু হয়নি। তাই স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে যাতায়াতকারীদের মূলত কাউন্টার অথবা কন্ডাক্টরদের থেকে টিকিট কাটতে হয়। আর সেই সময়ই দেখা যায় নানান সমস্যা।

কাউন্টার অথবা কন্ডাক্টরদের থেকে টিকিট কাটার সময় যে প্রধানত যে সমস্যা দেখা দেয় তা হল খুচরো। হয়তো দেখা যায়, বাস ভাড়া (Bus Fare) ১০ টাকা অথবা ২০ টাকা, এদিকে যাত্রীর কাছে ১০০, ২০০ কিংবা ৫০০ টাকার নোট রয়েছে। এর ফলে যাত্রী এবং কন্ডাক্টর দু’জনকেই সমস্যায় পড়তে দেখা যায়।

আরও পড়ুনঃ গরমের ছুটি, ভোট শেষেও খোলেনি স্কুল! এবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ পড়ুয়াদের, তোলপাড়!

এবার এই সমস্যার সমাধান করার লক্ষ্যে বিরাট উদ্যোগ নেওয়া হল। উত্তর-পূর্ব ভারতের পাহাড়ি রাজ্য সিকিম (Sikkim) এবার থেকে তাদের সকল সরকারি বাসের ভাড়ার ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালু করে দিল। এর ফলে যাত্রীরা যেমন আগেভাগে টিকিট কেটে বাসে উঠতে পারবেন, তেমনই চাইলে বাসে ওঠার পর অনলাইনেও পেমেন্ট করে দিতে পারবেন।

ইতিমধ্যেই এই বিষয়ক একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে অনলাইনে বাসের টিকিট কাটার এই ব্যবস্থা এখনও পুরোপুরি চালু হয়নি। তবে এই সিস্টেম চালু হলে বাসের যাত্রী এবং কন্ডাক্টর উভয়েরই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Sikkim online bus fare system

এমনিতেই সিকিম অত্যন্ত জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। এখানে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। তাঁদের মধ্যে অনেকেই কাছেপিঠের জায়গাগুলি লোকাল বাসে চেপে ঘোরেন। তাই বাস ভাড়া দেওয়ার এই নতুন ব্যবস্থা চালু করার ফলে তাঁদেরও অনেকটা সুবিধা হবে।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর