‘বুম্বাদাকে একবার ছুঁতে চায়’, গ্রামতুতো বোনের আবদার ভিডিও মারফত তুলে ধরলেন দাদা শিলাজিৎ

বাংলাহান্ট ডেস্কঃ বুম্বাদাকে একবার কাছ থেকে দেখতে চায়, ছুঁতে চায়- এমনই আর্জি জানালেন টলিউডের স্বপ্নের নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (prosenjit chatterjee) এক পাগল ফ্যান। তাঁর দাবি, বুম্বাদাই তাঁর দাদা। বীরভূমে বুম্বাদা এলে, একবার বুম্বাদার সঙ্গে দেখা করতে চায় সোনামণি।

আর সোনামণির এই অনুরোধ লাইভ ভিডিও মারফত বুম্বাদার কাছে পৌঁছে দিলেন বীরভূমের গড়গড়ি গ্রামের বাসিন্দা সোনামণি রুজের গ্রামতুতো দাদা শিলাজিৎ মজুমদার (silajit majumdar)। বিশেষ ক্ষমতাসম্পন্ন সোনামণির আবদার শুধু একবার ছুঁয়ে দেখবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে।

তবে শিলাজিৎ অবশ্য তাঁকে বোঝানোর কোন ত্রুটি রাখেননি। অনেক করে বুঝিয়েছেন, বুম্বাদা অনেক বড় লোক, তাঁকে ছোঁয়া যায় না। কিন্তু কোন কিছুতেই মানতে নারাজ সোনামণি। তাঁর দাবি একবার কাছ থেকে ছুঁয়ে দেখবেন বুম্বাদাকে, করবেন নমস্কারও।

https://www.facebook.com/watch/?ref=external&v=931932910831732

অনেকদিন ধরেই গ্রামের এই বুম্বাদা পাগল বোনের আবদার কোনভাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছিলেন শিলাজিৎ মজুমদার। আর তেমনটা ভেবেই রবিবার নিজের গ্রামে গিয়ে সোনামণিকে নিয়ে একটি ভিডিয়ো পোস্ট করেন শিলাজিৎ।

সেখানেই তিনি বুম্বাদার উদ্দেশ্যে বলেন, ‘ভালো পোশাক, ভালো খাবার কোন কিছুর উপর লোভ নেই সোনামণি। শারীরিক সমস্যা থাকার জন্য জানি না ওর ভবিষ্যৎ কি হবে। তবে বুম্বাদার জন্য পাগল সোনামণি, চোখে হারায় দাদাকে। যদি কখনও বলি বুম্বাদাকে মারব, তখন ও খুব রেগে যায়। তোমার প্রতি ওর ভালোবাসা থেকেই ওর এই আবদার পূরণ করার চেষ্টা করলাম’।

https://www.facebook.com/watch/?v=502163981335457&__ft__=AZWcvFWxAFUxFZq3NcI9Gb5rEhADAh9UCutqNaSqUZeH00aImN9ONWbGqFQWrvNZ7Tg20lBzgXhfqVrTnyjfWgsx4dOsdwg623gkvt7iAL–8qag0IxdcLq9jhJzciihi7yqpN570L_k9ILZfH27Lk35kOHC8v3821BCi5FR5MDgrcSY5iG9vSWyDPpnZVcgiB3ZZ2nGw7Tqznks00bOM1jI-1z4r6CUoivUP3xceStxQj6pUr66QT5_qhLReiMtObNnTPJEIhqFKJb36hr_XOf2hWcKddsv584uI4nAjPfqkoOw9TwHAEY2Zhvnq01TcqAG5IOFi16NQPVeabm7yXIXj2a6m0tTpFz4opJBVHBGPqU5OsKIj9sj_Na8y6VMRZI8TX6HueGCKvpgdsxTGyzvdtfP0fUaSjX8wO9qRaBWqLRNPMaQg_BMLJ–l5u4_oJhC2KT0sh0PxmqxPH62ATkd-PwtYAtd3wkYytmLR8TreEBu_EjfxCf8yOwue_f9Ws&ref=external

শুধু আবদারই নয়, শিলাজিতের ভিডিও বার্তা দেখে রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়েন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরবর্তীতে তিনিও ভিডিও বার্তা পোস্ট করে বলেন, অতিমারির পরিস্থিতি স্বাভাবিকের দিকে এগোলেই, একদিন সেখানে গিয়ে সোনামণির সঙ্গে দেখা করে কিছুটা সময় কাটিয়ে আসবেন।

Smita Hari

সম্পর্কিত খবর