বাংলা হান্ট ডেস্কঃ বেআইনি নির্মাণ (Illegal House) নিয়ে সর্বদাই কড়া অবস্থানে হাইকোর্ট (High Court)। এবার শহরের বুকে অবৈধ ভাবে তৈরি হওয়া তৃণমূল নেতার (TMC Leader) বাড়ি ভেঙে গুড়িয়ে দিল শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality)। জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল থেকে ৪৭ নম্বর ওয়ার্ডের পাতি কলোনিতে অবৈধ ভাবে নির্মিত শাসকদলের নেতার দোতলা বাড়ি ভাঙার কাজ শুরু করে পুরসভা। হাই কোর্টের নির্দেশেই এহেন পদক্ষেপ।
এর আগে ফেব্রুয়ারী মাসে এই অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হয়েছিল পুরসভা। তবে সেই সময় নির্মাণ ভাঙতে গিয়েও স্থানীয় কিছু তৃণমূলের নেতা-কর্মীদের বাধা দেওয়ায় কাজ শুরু করতে পারেনি পুরকর্মীরা। খালি হাতেই ফিরে আসতে হয়েছিল তাদের। এবারে হাইকোর্টের নির্দেশে প্রধাননগর থানার বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে অবশেষে তৃণমূল নেতার ওই অবৈধ নির্মাণ ভাঙার কাজে হাত দিতে পারেন পুরসভার কর্মীরা।
জানা গিয়েছে ৪৭ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিত্র দেবনাথের বিরুদ্ধে অবৈধ ভাবে ওই বাড়ি তৈরির অভিযোগ সামনে আসে। প্রথমবার পুরকর্মীরা গিয়ে ফিরে আসার পর ওই নির্মাণ নিয়ে হাই কোর্টে মামলা হয়। এর পরেই যত দ্রুত সম্ভব পুরসভাকে অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দেয় আদালত।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশ উপেক্ষা, OC-র বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়লেন এসিজেএম, এবার বিরাট অ্যাকশন
শহরের বুকে এভাবে তৃণমূল নেতার বেআইনি নির্মাণ প্রসঙ্গে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, ‘‘গত দু’বছরের মধ্যে ১৫০টি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে। কোনও রাজনৈতিক রং না দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের লক্ষ্য পরিষ্কার। হাইকোর্টের নির্দেশেই এই ৪৭ নম্বর ওয়ার্ডের বাড়িটি ভাঙার কাজ শুরু হয়েছে।”