বাংলা হান্ট ডেস্কঃ নিজের বাড়ির ছাদ থেকে উদ্ধার শিলিগুড়ির (Siliguri) প্রাক্তন দাপুটে পুলিশকর্তার (Police Officer) ঝুলন্ত দেহ। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতাজনিত কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই পুলিশ কর্তা। তবে ঠিক কী কারণে তাঁর এই সিধান্ত সেই বিষয় এখনও স্পষ্ট নয়। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, মৃত পুলিশ কর্তা প্রদীপকুমার পাল দীর্ঘদিন শিলিগুড়ি থানার আইসি (IC) ছিলেন। ২০১৩ সালে সেই পদ থেকে অবসর নেন তিঁনি। কিন্তু তারপর কিছুদিন যাবৎ , শারীরিক অসুস্থতা গ্রাস করছিল তাঁকে। তার জেরেই তিঁনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে দাবি পরিবারের। তবে সেই কারণেই তিঁনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন কী না তা এখনও জানা যায়নি।
সূত্রের খবর, এলাকায় দাপুটে পুলিশকর্তা হিসেবে পরিচিতি ছিল তাঁর। ২০১৩ সালে অবসর নেওয়ার পরে পাঁচ বছর ভিজিল্যান্স অফিসার হিসেবেও কাজ করেন তিঁনি। তবে দুবছর আগে, কিডনির সমস্যা ধরা পড়ে ওই পুলিশ কর্তার। এরপরই দিনদিন শারীরিক অবস্থার উন্নতি ঘটতে থাকে তাঁর। চিকিৎসা চলছিল। তা সত্ত্বেও হাঁটা চলা করার ক্ষমতা হারিয়েছিলেন প্রদীপ বাবু।
এরপর থেকেই ক্রমাগত মানসিক অসুখ গ্রাস করতে থাকে তাঁকে। জানা গিয়েছে, অসুস্থতার কারণেই ভেঙে পড়ছিলেন পুলিশকর্তা। এদিন সকালে প্রদীপবাবুর স্ত্রী তাঁকে নিয়ে ছাদে গিয়েছিলেন। এরপর কোনো দরকারে প্রদীপবাবুকে ছাদে রেখে নিচে নামেন স্ত্রী। সেই সময়েই এই অঘটন ঘটান প্রদীপবাবু। কিছুক্ষণ পর ছাদ থেকে উদ্ধার হয় অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার ঝুলন্ত দেহ। স্ত্রী ফিরে দেখেন একটি হুক থেকে ঝুলছে প্রদীপবাবুর দেহ! ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে স্থানীয় পুলিশ। চলছে তদন্ত।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার