বাংলাহান্ট ডেস্ক : এবার আরো সহজে শিলিগুড়ি (Siliguri) থেকে পৌঁছে যাওয়া যাবে সিকিম (Sikkim)। পশ্চিমবঙ্গের কালিম্পং ( NH-717A) এবং বাগরাকোটের মধ্যে নতুন রাস্তা তৈরির কাজ প্রায় শেষের পথে। ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড নতুন এই রাস্তা তৈরির জন্য একাধিক পিলার বসিয়েছে পাহাড়ের গায়ে।
সিকিম (Sikkim) যাওয়ার নয়া রুট
সোশ্যাল মিডিয়ায় নতুন এই রাস্তার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ১০ নম্বর জাতীয় সড়কের কারণে বারংবার বিঘ্নিত হয় শিলিগুড়ি থেকে কালিম্পং ও সিকিম (Sikkim) যাওয়ার যাত্রা। অত্যধিক পরিমাণ বৃষ্টি ও তিস্তায় বন্যার কারণে গত কয়েক বছরে শিলিগুড়ি-সিকিম সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার।
বন্যা, ধস-সহ একাধিক কারণে বারবার বন্ধ হয়েছে রাস্তা। যার জেরে সমস্যার মুখোমুখি হয়েছেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সবাই। ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলে গরুবাথান পেরিয়ে কালিম্পং হয়ে সিকিম (Sikkim) পৌঁছাতে হয়েছে পর্যটকদের (Tourist)। ঘুর পথে যাওয়ার কারণে চার ঘন্টার দূরত্ব পাড়ি দিতে সময় লেগে গেছে প্রায় ১০-১২ ঘন্টা।
আরোও পড়ুন : ‘৮৪ লক্ষ যোনি পার করে…’, ‘মিশকা’ অহনার বিয়ের খবরে বিষ্ফোরক প্রতিক্রিয়া মা চাঁদনির!
এই সমস্যা দূরীকরণে ২০১৮ সালে নতুন রাস্তা তৈরির কাজ শুরু করে ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (National Highway and Infrastructure Development Corporation Limited)। পাহাড়ের গা বেয়ে চলে যাওয়া ঝাঁ-চকচকে নতুন রাস্তার ছবি বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে বসানো হয়েছে একাধিক পিলার। তার উপরেই তৈরি হয়েছে নতুন রাস্তা। ইতিমধ্যেই অনেকের মধ্যে এই নতুন রাস্তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই হয়ত চালু হতে পারে কালিম্পং-( NH-717A) এবং বাগরাকোটের মধ্যেকার এই নতুন রাস্তা।