এবার শিলিগুড়ি হবে দ্বিতীয় কলকাতা, ভোটে জিতেই বড় ঘোষণা মমতার

বাংলাহান্ট ডেস্ক : আজই রাজ্যে পুরভোটের ফলাফল ঘোষণা হয়। শিলিগুড়িতে ঐতিহাসিক জয় হয়েছে তৃণমূলের। এই প্রথমবারের জন্য শিলিগুড়ির পুরনিগম আসতে চলেছে ঘাসফুল শিবিরের হাতে। জয়ের সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন মেয়ররের নামও। নবনির্বাচিত মেয়র গৌতম দেবকে এদিক কার্যতই শিলিগুড়িতে ‘দ্বিতীয় কলকাতা’ গড়ে তোলার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের প্রথম দিন আজ। এদিন শিলিগুড়িতে দাঁড়িয়ে শিলিগুড়িকে এবার ঝাঁ চকচকে করে তোলার কথাই বলেই মমতা। সোমবার সমাজ সংস্কারক রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষ্যে তাঁর মুর্তিতে মাল্যদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপই শিলিগুড়ি জয়লাভের জন্য সাধারণ মানুষকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘আমাদের উপর ভরসা রাখার জন্য ধন্যবাদ। শিলিগুড়ি উত্তরবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার শিলিগুড়িকে সাজিয়ে তোলা হবে।’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একমাত্র শিলিগুড়ির মেয়রের নাম ঘোষণা করেছি। গৌতম দেব মেয়র হবেন।’ তারপরই সদ্য নির্বাচিত মেয়রকে উদ্দেশ্য করে তিনি বলেন,’শিলিগুড়িকে কলকাতার মতন ঝাঁ চকচকে করে তুলতে হবে। ঢেলে সাজাতে হবে শিলিগুড়ির ট্রাফিক ব্যবস্থা। উন্নয়ন এমন ভাবে আনতে হবে যাতে রাস্তায় মানুষকে দাঁড়াতে না হয়। মানুষের বোঝা যাতে না বাড়ে। আমরা মানুষের উপর করের বোঝা চাপাই না। শুধু সবুক আবির খেললেই চলবে না। মনও সবুজ করতে হবে। সবুজ মনে তৈরি হন। সকলকে নিয়ে উন্নয়ন করুন’।

একই সঙ্গে ট্যুইট করে নিজের কর্মসূচিও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ বাম দখলে ছিল শিলিগুড়ি। এবার বাম শাসন ঘুচিয়ে তৃণমূলের শিলিগুড়ি জয়কে কার্যতই সিপিএমের ২৭ বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতার বাংলা জয়ের সঙ্গেই তুলনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর