ভারী পতন সোনালী ধাতুতে, বেশকিছুটা কমলো সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছু দিন পর সপ্তাহের প্রথম দিনই মুখ থুবড়ে পড়ল সোনার দাম (gold price)। প্রতিদিনই প্রায় সোনার দামের পারদ একটু একটু করে এগিয়ে যাচ্ছে। তবে সপ্তাহের প্রথম দিন সোমবার বেশ কিছুটা পতন দেখা গেল স্বর্ণবাজারে। যার কারণে হাসির ঝিলিক দেখা গেল মধ্যবিত্তের চোখে মুখে।

সোমবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার গহনা কেনার ধুম পড়ে গেল।

a78d36c2b978aaa89162f03556fdb7bd

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৩০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০০০০ টাকা এবং ১ গ্রামের ৫০০০ টাকা।

http com.ft .imagepublish.upp prod us.s3.amazonaws

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৯৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৮০ টাকা।

DR SILVER WEB BANNER

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৬৯.৪০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৯৪ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর