বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের মরশুমের মধ্যে বেশকিছুদিন সোনার দামের (gold price) গ্রাফ উর্দ্ধমুখী হলেও, শেষের দিকে আবারও হুহু করে নামতে শুরু করেছে দামের গ্রাফ। একদিকে ঠাণ্ডার বদলে চড়তে উষ্ণতার পারদ, আর অন্যদিকে কমছে সোনার দামের পারদ। তাই হালকা ঠাণ্ডার পোশাক পড়েই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
সোনার দামের এই ভারী পতন মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত লক্ষ্য করা গেল। শীতের মাঝেই করোনা সতর্কীকরণ মেনে মুখে হাসি নিয়েই তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৮ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৮৪৪ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৪৪০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৪০০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজকের দাঁড়িয়েছে ৫১১৪ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১১৪০ টাকা।
দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৯৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৯৫০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৫৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৫৮০০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দাম কমলেও, রূপোর দাম কিন্তু উর্দ্ধগামী রয়েছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৪.১৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৪১.৫০ টাকা।