সপ্তাহের প্রথম দিনই ভারী পতন স্বর্ণ বাজারে, একধাক্কায় বেশ খানিকটা কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে সোনার দাম (gold price) প্রায়শই কমতে দেখা যাচ্ছে। নতুন বছরের বাজেট পেশ করার পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে সোনার দাম। আবার বিয়ের মরশুম হওয়ায় এই পরিস্থিতিতে হুড়মুড়িয়ে সোনার দাম কমায় হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে।

সপ্তাহের শুরুতেই সোমবার বেশ কিছুটা কমল সোনার দাম। দামের এই ভারী পতন সোমবার বিকেল ৫ টা অবধি বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল।

silver gold price on 1 st february in kolkata

সোনার দাম
কলকাতায় আজকে সোনার দাম (today’s gold price) রয়েছে ৪৬ হাজারের ঘরে। গহনা সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম আজকে দাঁড়িয়েছে ৪৬৭২০ টাকা প্রতি ১০ গ্রামের এবং ১ গ্রামের দাম হচ্ছে ৪৬৭২ টাকা।

অন্যদিকে দিল্লীতে আজ বেশ খানিকটা কম দাম রয়েছে কলকাতার তুলনায়। ১ গ্রাম সোনার দাম ৪৬৪০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৪০০ টাকা।

khvvbbk

ভারতের মধ্যে সর্বাধিক কম দাম দেখতে পাওয়া যায় ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কেরালা সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ১ গ্রাম গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৪৪২৫ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৪২৫০ টাকা।

এদিকে আবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৪২ টাকা এবং দিল্লীতে ৫০৬২ টাকা।

antique silver bracelet

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে ওঠা নামা করলেও, রূপোর দাম কিন্তু দেশের সর্বপ্রান্তেই একই থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও, বেড়েছে সোনার দাম। ১ গ্রাম রূপোর দাম (today’s silver price) ৬৯.৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৯৮ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর