বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত নিম্নমুখী হচ্ছে সোনার দাম (gold price)। ফেব্রুয়ারী মাসের শুরু থেকেই বেশ নিম্নমুখী হয়েছে সোনার গ্রাফ। সেই রেশ অব্যাহত রয়েছে মার্চ মাসেও। আজ মঙ্গলবারে আবারও কমল সোনার দাম। সোনা মানুষের নানান কাজে লাগে। কম দামে গহনা কিনে রাখলে, ভবিষ্যতে তা কাজে লাগানো যায়।
স্বর্ণ বাজারের ক্রমাগত এই ধস দেখে ঠোঁটের কোণে মিষ্টি হাসি ফুটেছে মধ্যবিত্তের। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৭ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৯১০ টাকা এবং ১ গ্রামের ৪৬৯১ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৫ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২০১০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২০১ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৬০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৬ টাকা।