সুখবরঃ তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়েই কমছে সোনার দাম, মাসের শুরুতে হুড়মুড়িয়ে পতন স্বর্ণবাজারে

বাংলাহান্ট ডেস্কঃ মাসের শুরুতেই আবারও নিম্নগামী সোনার দাম (gold price)। মধ্যবিত্তের মুখের হাসি মিলিয়ে যাওয়ার আগেই কালকের পর আজ আবারও হুড়মুড়িয়ে পড়ল সোনার গ্রাফ। বিয়ের মরশুমে মেয়ের বিয়ের গহনা হোক, কিংবা জামাইয়ের আশির্বাদী গহনা, দেরি না করে এখনই কিনে নিন পছন্দের অলঙ্কার।

সোনার দামের এই ভারী পতন মঙ্গলবার সন্ধ্যে সাড়ে ৬ টা পর্যন্ত লক্ষ্য করা গেল। শীতের মাঝেই করোনা সতর্কীকরণ মেনে তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold jewellery reuters big

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৭ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৭৪১ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৪১০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ১৪২০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজকের দাঁড়িয়েছে ৫১০১ টাকা এবং ১০ গ্রামের দাম ৫১০১০ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭০৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭০৫০ টাকা।

dc Cover bis0mna0qaac27mmcu13p86g00 20170429072125.Medi

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৪৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৪৯০০ টাকা।

silver 7

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দাম কমলেও রূপোর দামের গ্রাফ কিন্তু উর্দ্ধমুখী। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬০.২০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬০২ টাকা।

Smita Hari

সম্পর্কিত খবর