বাংলাহান্ট ডেস্কঃ সোনার জিনিস, মানুষের শুভ কাজ থেকে বিপদ আপদ- সবক্ষেত্রেই কাজে লাগে। তাই সোনার দাম (gold price) কেমন চলছে- ধনী হোক বা মধ্যবিত্ত সকলেই নজরে রাখেন। সোনার দাম বাড়লে যেমন ব্যবসায়ীদের মুখে হাসি ফোটে, তেমনি সোনার দামের পতনে হাসি ফোটে মধ্যাবিত্তের মুখে।
চলতি মাসে বিয়ের মরশুমে সোনার দামের বেশ উত্থান পতন লক্ষ্য করা গেল। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষীবারে আবারও বেশ কিছুটা কমল সোনার দাম। বৃহস্পতিবার বিকেল ৫ টা অবধি সোনার দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।
কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার দামের (today’s gold price) গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৮৩৬০ টাকা প্রতি ১০ গ্রামে এবং প্রতি ১ গ্রামের দাম হচ্ছে ৪৮৩৬ টাকা। যা গতকালের থেকেও গ্রাম প্রতি ৭ টাকা কমেছে। অন্যদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম হচ্ছে ৫১০৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১০৬ টাকা।
অন্যান্য দিন কলকাতার তুলনায় দিল্লীতে সোনার দাম কম থাকলেও, আজকে কিন্তু দিল্লীতে সোনার দাম বেশিই রয়েছে। আজ দিল্লীতে সোনার দাম ৪৮ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৪০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৪০০ টাকা।
অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬২৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬২৫০ টাকা।
রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৭.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৭৭ টাকা।