শীতের মাঝে আবারও নিম্নগামী সোনার দাম, হাসি ফুটল মধ্যেবিত্তের মুখে

বাংলাহান্ট ডেস্কঃ শীতের পারদ নামতেই কমতে শুরু করল সোনার দামের (gold price) পারদ। বেশ কিছুদিন পর আবারও সপ্তাহের মাঝখানে অনেকটাই কমল সোনার দাম। পৌষ মাস, বিয়ের মরশুম না থাকলেও, এখনই গহনা কিনে রাখলে মাঘের বিয়েতে মেয়েকে সাজাতেও পারবেন। তাই বেশি দেরী করবেন না, শীতের রাতেই গিয়ে হাজির হোন আপনার পছন্দের দোকানে।

সোনার দামের এই ভারী পতন বুধবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত লক্ষ্য করা গেল। শীতের মাঝেই করোনা সতর্কীকরণ মেনে মুখে হাসি নিয়েই তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

1484825059 0342

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৩৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৩৯০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৯০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজকের দাঁড়িয়েছে ৫২০৯ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২০৯০ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৭৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৮৭৫০ টাকা। গতকালের তুলনায় প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ৪০০ টাকা।

46590245f0127fe9e85ebb64b3ca54d3

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৬৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৬৬০০ টাকা।

White Gold vs Silver Feat

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৬৬.৯০ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৬৯ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর