চার দিন ধরে লাগাতার ধস স্বর্ণবাজারে, পতনের পর দেখে নিন আজকের সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পরপর চার দিন ধরে পতন হয়েই চলেছে স্বর্ণ বাজারে। ক্রমাগত নিচের দিকে নেমেই চলেছে সোনার দাম (gold price)। বিয়ের মরশুম না হলেও, দামের এই পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। ফেব্রুয়ারীতে বাজেট পেশ করার পর থেকে দামের গ্রাফ সেই যে নামতে শুরু করেছে, তাতে করে এখন নামতে নামতে ৪৪ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে।

সোনার দামের এই ভারী পতন দেখে বেজায় খুশি মধ্যবিত্ত, কিন্তু মাথায় হাত পড়ছে ব্যবসায়ীদের। বুধবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের পতনের নিরিখে সোনার দাম দেওয়া হল।

gold rates 1541408156

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪২৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪২৭ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৮৭০ টাকা এবং ১ গ্রামের ৪৬৮৭ টাকা।

2 10 02 59 Jewellery 1 H@@IGHT 313 W@@IDTH 472 1

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪০৬০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪০৬ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৯০ টাকা।

silver 3

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৫.৩০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৫৩ টাকা।


Smita Hari

সম্পর্কিত খবর