হোলির আগে আবারও কমল সোনার দাম, বসন্ত উৎসবে সোনার পারদ পতনের আহ্লাদে আটখানা মধ্যবিত্ত

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ পরপর চার দিন পতনের পর গতকাল সামান্য বৃদ্ধির পরই আজ আবারও কমল সোনার দাম (gold price)। কোনভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে পারছে না সোনার দামের গ্রাফ। ভুল করেও যদি একদিন সোনার দাম সামান্য বেড়ে যাচ্ছে, তাহলে পরদিনই এক ধাক্কায় বেশ খানিকটা কমে যাচ্ছে।

হোলির আগেই সোনার দামের এই ভারী পতন দেখে বেজায় খুশি মধ্যবিত্ত, কিন্তু মাথায় হাত পড়ছে ব্যবসায়ীদের। শুক্রবার বিকেল সাড়ে ৫ টা অবধি দামের পতনের নিরিখে সোনার দাম দেওয়া হল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪১৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৯ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৯১০ টাকা এবং ১ গ্রামের ৪৬৯১ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৮৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৭০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৫ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৫০ টাকা।

সম্পর্কিত খবর

X