মুখে হাসি মধ‍্যবিত্তের, মাসের শেষে মুখ থুবড়ে পড়ল সোনার দাম

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ মাসের শেষে এসে হুড়মুড়িয়ে পতন স্বর্ণ বাজারে। কালকের পর আজ আবার কমল সোনার দাম (gold price)। গোটা ফেব্রুয়ারী মাস জুড়েই সোনার দামের গ্রাফ নিম্নগামীই ছিল। মাসের শুরুতে বাজেট পেশ করার পর সেই যে দামের গ্রাফ নামতে শুরু করেছে, তা আর ওঠার নামই নেয়নি।

শুক্রবার দিন বেশকিছুটা কমার পর শনিবার একলাফে প্রায় অনেকটাই কমল সোনার দাম। ৪৫ হাজারের ঘরে থাকলেও, তা ৪৪ হাজারের থেকে সামান্য বেশিই রয়েছে। বিকেল সাড়ে ৪ টে অবধি দামের এই ভারী পতন দেখা গেল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৩৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮২০০ টাকা এবং ১ গ্রামের ৪৮২০ টাকা।

অন্যদিকে দিল্লীতে সোনার দামের গ্রাফ নেমে দাঁড়িয়েছে ৪৪ হাজারের ঘরে। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৪৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৮৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪২৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪২৭০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৫০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৫ টাকা।

সম্পর্কিত খবর

X