সোনায় সোহাগা! বিয়ের মরশুমেই নিম্নগামী সোনার দাম, দেখুন আজকের দর

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই বিয়ের মরশুম। বিয়েতে পাত্র পাত্রীর পর প্রধান বিষয় হল সোনার গহনা (gold rate/price)। ধনতেরাসে সোনার দাম উর্দ্ধগামী থাকলেও, কিন্তু বিয়ের মরশুম পড়তে না পড়তেই কমতে লাগল সোনার দামের পারদ। একদিকে নামছে ঠাণ্ডার পারদ এবং অন্যদিকে কমছে সোনার দামের পারদ। ঠাণ্ডার পোশাক পড়েই তাই দোকানে দোকানে ভিড় জমিয়েছে ক্রেতারা।

সোনার দামের এই পতন দেখে, হাসি ফুটেছে মধ্যবিত্তের মুখে। শুক্রবার সন্ধ্যে ৬ টা পর্যন্ত সোনার দামের এই পতন লক্ষ্য করা গেল। তাই আর দেরি না করে এখনই কিনে নিন আপনার বিয়ের গহনা।

কলকাতায় আজকের সোনার দাম (today’s gold price) ৪৯ হাজারের ঘরে এসে দাঁড়িয়েছে, ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৮০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৯৮০০ টাকা। যা গতকালের থেকে প্রতি ১০ গ্রামে কমেছে প্রায় ২৯০ টাকা। কলকাতায় ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজকের দাঁড়িয়েছে ৫২০০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫২০০০ টাকা।

দিল্লীতে সবসময়ই কলকাতার থেকে বেশ কম থাকে সোনার দাম। আজ দিল্লীতে ৪৭ হাজারের ঘরে নেমেছে এই দামের পারদ। ২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৫০ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৭৫০০ টাকা। দিল্লীতে দামের পতন আরও বেশি, প্রতি ১০ গ্রামে কালকের থেকে আজকে দাম কমেছে প্রায় ১৬০ টাকা।

অন্যান্য স্থান
আজকের দিনে দাঁড়িয়ে সবথেকে কম দাম রয়েছে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি স্থানে। ১ গ্রাম সোনার আজকের দাম ৪৫৪৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৪৫৪৫০ টাকা।

রূপোর দাম
এবার আসি রূপোর দামের ক্ষেত্রে। আজকে সোনার দামের পাশাপাশি রূপোর দামেও হুড়মুড়িয়ে পতন লক্ষ্য করা গেছে। আজকের রূপোর দাম (today’s silver price) ১ গ্রামের দাম ৫৯.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম ৫৯৬ টাকা।

X