মুখে হাসি মধ্যবিত্তের, ফের পতন স্বর্ণবাজারে, একলাফে বেশখানিকটা কমলো সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ নতুন সপ্তাহ শুরু হতে না হতেই মুখ থুবড়ে পড়েছে সোনার দাম (gold price)। এক ধাক্কায় সোজা ৪৫ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম। সোনালী ধাতুর এই পতন দেখে মুখে হাসির ঝিলিক ফুটে উঠেছে মধ্যবিত্তের। সেইসঙ্গে দোকানে দোকানে দেখা যাচ্ছে উপছে পড়া ভিড়ও।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 30 th august in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৬০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮৩০০ টাকা এবং ১ গ্রামের ৪৮৩০ টাকা।

silver gold price on 9 th september in kolkata

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৩৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৪৮০ টাকা এবং ১ গ্রামের ৪৯৮৪ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩২০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩২০ টাকা।

DR SILVER WEB BANNER

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬০.১০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬০১ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর