বাংলাহান্ট ডেস্কঃ বিয়ের মরশুম হলেও, করোনা আবহে সোনার দাম (gold price) প্রায়শই কমতে বাড়তে দেখা যাচ্ছে। করোনার দ্বিতীয় পর্বের জেরে রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে আরও ১৫ দিন। এই সময়ের মধ্যে বিয়ের অনুষ্ঠানে ছাড় দেওয়া হলেও, তা শর্তসাপেক্ষ। তাই এমন অনেকেই আছেন, যারা শর্ত মেনে নয়, অপেক্ষা করে ধুমধাম করেই বিয়ে করতে পছন্দ করছেন।
মরশুম হলেও, করোনার কারণে কিছুটা বাজার খারাপ চলছে সোনার ব্যাবসায়িদের। তবে মাসের শুরুতে বেশ কিছুটা কমতে দেখা গেল সোনার দাম। বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০০ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৩৫০ টাকা এবং ১ গ্রামের ৫১৩৫ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৬১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬১০ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৭১.৯০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৭১৯ টাকা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা