মাসের শুরুতেই লাগাতার পতন স্বর্ণবাজারে, সপ্তাহের দ্বিতীয় দিনও বেশ খানিকটা কমলো সোনার দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ মাসের শুরু থেকেই লাগাতার কমতে শুরু করেছে সোনার দাম (gold price)। সপ্তাহের প্রথম দিন দাম কমার পর, আবারও সপ্তাহের দ্বিতীয় দিন ধাক্কা খেল স্বর্ণবাজার। হুড়মুড়িয়ে কয়েকধাপ পড়ল সোনার দাম। তাই সোনার দামের পতন দেখে হাসির ঝলক ফুটে উঠেছে মধ্যবিত্তের চোখে মুখে।

মঙ্গলবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার গহনা কেনার ধুম পড়ে গেল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৩০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০০০০ টাকা এবং ১ গ্রামের ৫০০০ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭০৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৩৩০ টাকা এবং ১ গ্রামের ৫১৩৩ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৬৭.৬০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৭৬ টাকা।

সম্পর্কিত খবর

X