বাংলাহান্ট ডেস্কঃ আগামী কাল কালীপুজো। আর কালীপুজোর আগেই বেশ কিছুটা কমলো সোনার দাম (gold price)। সোনার দামের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। ধনতেরাসে সোনার দাম না কমলেও, ঠিক তারপরই কমলো সোনার দাম। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য।
বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১০ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৯০০ টাকা এবং ১ গ্রামের ৪৯৯০ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৭০ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৯০০ টাকা এবং ১ গ্রামের ৫০৯০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৫৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৫৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.২০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩২ টাকা।