বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই প্রায় একটু একটু করে কমছে সোনার দাম (gold price)। নতুন বছরের শুরুতে আবারও বিরাট পতন স্বর্ণ বাজারে। ভোটের মরশুমে বঙ্গে উত্তেজনার পারদ চড়লেও, সোনার দামের গ্রাফ আবারও নামতে শুরু করেছে। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনার দাম। সোনা মানুষের নানান কাজে লাগে। তাই কম দামে কিছু গহনা কিনে রাখলে মন্দ কি।
সোনার দামের এই ভারী পতন মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল।
সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৩ হাজারের থেকে সামান্য বেশি। আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৯৫ টাকা।
২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৬৬৭০ টাকা এবং ১ গ্রামের ৪৬৬৭ টাকা।
অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৩৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৫০ টাকা।
ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪১৩৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪১৩৫ টাকা।
রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দামের পাশাপাশি কমেছে রূপোর দামও। ১০ গ্রাম দাম পড়েছে ৬৩.৯০ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৬৩৯ টাকা।